শপথ নিলেন লালজুড়ি আর ডি ব্লক এর নতুন বিএ সি চেয়ারম্যান শ্রীযুক্ত অজন্ত কুমার চৌধরী - Sabuj tripura

সবুজ ত্রিপুরা 
৯ জুলাই
শুক্রবার

পানিসাগর প্রতিনিধি:- বৃহস্পতিবার দুপুর ২ঘটিকায় উত্তর ত্রিপুরা জেলার,কাঞ্চনপুর মহকুমার,লালজুড়ি আর ডি ব্লক এর নতুন বি এ সি চেয়ারম্যান পদে শপথ গ্রহণ করেন শ্রীযুক্ত অজন্ত কুমার চৌধরী। 

শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্লক আধিকারিক পিংকু দেববরমা, টি টি এ এ ডি সি  মাছমারা আসনের এম ডি সি স্বপ্না রানী 



দাস এবং দসদা- কাঞ্চনপুর আসনের এমডিসি শৈলেন্দ্র দেবনাথ মহাশয়, ৫৯নং পেঁচারতল মণ্ডলের শক্তি কেন্দ্রের ইনচার্জ নিবাস নাথ 

এবং দলের বিশিষ্ট কার্যকর্তাগণ। অজন্ত কুমার চৌধুরী মহাশয় বি এ সি চেয়ারম্যান পদে শপথ গ্রহণ করায় এলাকায় জনগনের মধ্যে 

আনন্দ উল্লাস লক্ষ্য করা যায়। এলাকার বিশিষ্ট সমাজসেবী  অজন্ত কুমার চৌধুরী বাবুকে বি এ সি চেয়ারম্যান পদে নিযুক্ত করা হয়। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu