সবুজ ত্রিপুরা
৭ জুলাই
শুক্রবার
খোয়াই প্রতিনিধি:- মুখ্যমন্ত্রী স্বনির্ভর যোজনায় খোয়াই জাম্বুরা এলাকায় মাছের পোনা বিতরণ করা হয় বৃহস্পতিবার । এক
আনুষ্ঠানিক কর্মসূচির মধ্যদিয়ে জেলা পরিষদের সভাধীপতি জয় দেব দেব্বর্মা ও মৎস দফতরের আধিকারিক নিরুপম দাসের উপস্থিতিতে
১৫৪ জনকে মাছের চারা পোনা বিতরণ করা হয় । কিন্তু এই মাছের পোনা বিতরণ নিয়ে এলাকাবাসীদের মধ্যে ক্ষোভ পরিলক্ষিত হয়
তাদের আভিযোগ, যে পোনা বিতরণ করা হয়েছে তার মধ্যে আধিকাংশই মৃত এবং যে মাপের মাছের পোনা দেবার কথাছিল তাও
দেওয়া হয়নি। এ বিষয় নিয়ে মৎস দফতরের আধিকারিক নিরুপম দাসের সাথে কথা বললে ওনি সাংবাদিকদের জানান ওনার উপস্থিতিতে এই ধরনের কোনা ঘটনা ঘটেনি ।
আরো পড়ুন
0 মন্তব্যসমূহ