বক্সনগর প্রতিনিধি:- করোনা অতি মহামারীর সময়ে সাধারন অসহায় হতদরিদ্র মানুষের অবস্থা চিন্তা করে বক্সনগর এলাকার ৭৪ নং জোয়ানরা খাদ্য সামগ্রী তুলে দিলেন বক্সনগর বিধানসভার বক্সনগর ও মধ্য বক্সনগর পঞ্চায়েতের অধীন বিভিন্ন এলাকায়।
এই দিনের কর্মসূচিতে ৭৪ নং ব্যাটেলিয়ানের কমান্ডেন্ট সঞ্জয় অভিনাশ জানান এই সময়ে সাধারণ জনগণের পাশে দাঁড়ানো একান্ত কর্তব্য, সকলেই যাতে তাদের মত করে সমাজের যারা বর্তমানে অসহায় অবস্থায় রয়েছে তাদের পাশে দাঁড়ায়। বক্সনগর টাউনহলে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রায় ১০০ জনের বেশী সাধারণ জনগণের হাতে খাদ্য সামগ্রী তুলে দিলেন জওয়ানরা।
উপস্থিত ছিলেন ৭৪ নং ব্যাটালিয়নের কমান্ডেন্ট সঞ্জয় অভিনাশ, টুআইসি প্রেম কুমার তাছাড়া উপস্থিত ছিলেন ইন্সপেক্টর শংকর যাদব সহ আরো অন্যান্য জওয়ানরা, তাছাড়া উপস্থিত ছিলেন মধ্য বক্সনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান জিমুল হক, সমাজ সেবিক আব্দুল হক সহ অন্যান্যরা।
খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, আলু, পেঁয়াজ, দুধ ইত্যাদি। খাদ্য সামগ্রী তুলে দিয়ে সকলকে এই কাজে এগিয়ে আসার আহ্বান রাখেন। আগামী দিনেও এমন ধরনের কর্মসূচি তারা করতে এগিয়ে আসবেন।
0 মন্তব্যসমূহ