সবুজ ত্রিপুরা
৭ জুন
সোমবার
খোয়াই প্রতিনিধি:- বিল্ডিং-এর কাজ করতে গিয়ে মর্মান্তিক ভাবে মৃত্যু হল এক শ্রমিকের ঘটনা খোয়াই মহকুমার অন্তর্গত চকবের এলাকায় । মৃত শ্রমিকের নাম শিবু দেবনাথ(৪৫)। রোজকার দিনের মতোই আজও শিবু দেবনাথ কাজের উদ্দেশ্যে ঐ এলাকার দিলীপ কুমার দেবনাথের বাড়িতে যান এবং কাজও শুরু করেন।
সকাল ১১:৩০ নাগাদ ছাদের সাটারিং বাঁধার জন্য উপরে উঠেন শিবু দেবনাথ, তাতেই ঘটে বিপত্তি। বিল্ডিং-এর পাশে থাকা কিছু এলোমেলো ঝুলন্ত বৈদ্যুতিক তারের সাথে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মাটিতে পড়ে যান শিবু দেবনাথ।
সাথে সাথে শিবু দেবনাথের সহকর্মিরা তাকে চিকিৎসার জন্য খোয়াই জেলা হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষন করেন। এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে।
0 মন্তব্যসমূহ