অ্যান্টিজেন পরীক্ষায় ব্যাপক হারে সাড়া দিচ্ছেন জনগন - Sabuj Tripura News

সবুজ ত্রিপুরা
৭ জুন
সোমবার

তেলিয়ামুড়া প্রতিনিধি:- রবিবার তেলিয়ামুড়া পুরপরিষদের উদ্যোগে পুর এলাকার ৩ নং ওয়ার্ডের জনগনের জন্য কোভিড টেস্ট শিবিরে এসে ছিলেন বিধায়িকা তথা ত্রিপুরা সরকারের মূখ্যসচেতক কল্যানী রায়। তিনি বলেন ভয় পাওয়ার কিছু নেই, সরকার আপনার পাশে আছে। নিজের ভালোর জন্য, পরিবার ও সমাজের স্বার্থে সকলে এগিয়ে আসুন"। 

জনস্বার্থে তেলিয়ামুড়া পুর পরিষদের অধীনে জনগণকে করোনা পরীক্ষা করার প্রক্রিয়া শরু হয় শুক্রবার ৪ জুন থেকে। গত রবিবার চতুর্থ দিনে পুর পরিষদের ৩নং ওয়ার্ডের এলাকার জনগনের অ্যান্টিজেন পরীক্ষা করা হয় তেলিয়ামুড়া বিদ্যালয় পরিদর্শক অফিসের পাশে তথা শিশু নিকেতন অঙ্গন ওয়াড়ি কেন্দ্রে। এলাকার মানুষও ব্যাপক উৎসাহ নিয়ে আসেন করোনা ভাইরাসের অ্যান্টিজেন পরীক্ষা করানোর জন্য। 

উল্লেখ্য, তেলিয়ামুড়া পুর এলাকার প্রত্যেকটা ওয়ার্ডের জনগনকেই করানোর পরীক্ষা করা হবে। এ প্রসঙ্গে বিধায়িকা জানান, যাদের  কোন রকম উপসর্গ নেই কিন্তু এই পরিক্ষার ফলে অনেকেরই রিপোর্ট পোজেটিভ আসছে। এতে করে পোজেটিভ ব্যক্তি যেমন চিকিৎসার সুযোগ শুরতেই পেয়ে যাচ্ছেন তেমনি পরিবার ও অন্যান্য ব্যক্তিকে সংক্রমিত করার ঝুঁকিও কমে যাচ্ছে। 

এছাড়া যারাই হোম আইসোলেটেড হয়ে চিকিৎসা করাচ্ছেন তাদের জন্য চিকিৎসা পরিষেবারও যথেষ্ট ব্যবস্থা রয়েছে। বিশেষ করে দরিদ্র পরিবার গুলির জন্য খাদ্য সামগ্রীও বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা রয়েছে। সকল অংশের জনগনকে এগিয়ে আসার আহ্বান রাখেন বিধায়িকা।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu