বন্যায় ক্ষতি শিকার উত্তর চরিলাম গ্রাম পঞ্চায়েতের পার্শ্ববর্তী এলাকার লোকজন, থাকছেন ত্রান শিবিরে - Sabuj Tripura News

The flood affected people of the surrounding area of ​​North Charilam Gram Panchayat are staying in the relief camp.

সবুজ ত্রিপুরা 
৩ জুলাই
শনিবার

বিশালগড় প্রতিনিধি:- বন্যার জলে ব্যাপক ক্ষতি হওয়া চরিলাম ব্লক এলাকায় উত্তর চরিলাম গ্রাম পঞ্চায়েতের পার্শ্ববর্তী এলাকায় বন্যায় ব্যাপক ক্ষতি হয়। 

বুধবার রাতে চড়িলাম লীলাদেব স্মৃতি কমিউনিটি হলে অস্থায়ী ত্রান শিবিরে অংশ নিয়েছিলেন উত্তর চড়িলাম গ্রাম পঞ্চায়েত এলাকার পার্শ্ববর্তী লোকজন। 

তাদের বাড়ি গুলিতে বন্যার জলে ব্যাপক ক্ষতি হয়েছিল সেই কারনে বাড়িতে থাকার মত কোন ধরনের ব্যবস্থা না থাকায় লীলাদেব স্মৃতি কমিউনিটি হলে অস্থায়ী ত্রান শিবিরে রয়েছেন উনারা। 

তাদের কে সব ধরনের খাওয়া-দাওয়ার ব্যবস্থা করে দিয়েছে উত্তর চরিলাম গ্রাম পঞ্চায়েত। ত্রান শিবিরে আসা লোকদের অভিমত প্রায় পনের বছর পর এ ধরনের বন্যা তাদের চোখে পড়েছে। 

বন্যায় ব্যাপক ক্ষতি হয়েছে বাড়িঘর, পুকুর, সবজির ক্ষেত সহ অনেক কিছু। সেই কারনে অস্থায়ী রান শিবিরে আশ্রয় নেন উত্তর চরিলাম গ্রাম পঞ্চায়েতের পার্শ্ববর্তী বাড়ির লোকজন।

আরো পড়ুন 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu