তেলিয়ামুড়ায় অবৈধ কাঠ ও গাড়ি সহ এক যুবক আটক - Sabuj Tripura News

A youth was arrested in Teliamura with illegal timber and a car.

সবুজ ত্রিপুরা 
৩ জুলাই
শনিবার

তেলিয়ামুড়া প্রতিনিধি:- তেলিয়ামুড়া বন দপ্তরের কর্মীরা শুক্রবার রাতে কৃষ্ণপুর এস পি ও ক্যাম্প সংলগ্ন এলাকা থেকে অবৈধ গাছের লগ সহ গাড়ি ও স্কুটি আটক করে। 

এবং এর কয়েক ঘন্টার মধ্যে এক অভিযুক্ত কে বন দপ্তরের কর্মীরা জালে তুলতে সক্ষম হয়। 

বন কর্মীরা টিআর০৬এ-১৮৮০ নম্বরের গাড়িটি আটক করে ফরেস্ট রেঞ্জ অফিসে নিয়ে আসার পর এক ব্যক্তি চন্দ্র মোহন সরকার দ্রুততার সাথে শুক্রবার রাতেই ফরেস্ট রেঞ্জ অফিসে আসে।

এবং এসে রেঞ্জ অফিসার সুপ্রিয় দেবনাথ কে টাকা দিয়ে কেস বন্ধ করার জন্য। এমনটা উপলব্ধি করে সুপ্রিয় দেবনাথ অন্য এক ফরেস্ট কর্মীকে ব্যাপারটি জানায়। 

সাথে সাথে সুপ্রিয় দেবনাথ চন্দ্রমোহন সরকারকে আটক করে তেলিয়ামুড়া পুলিশের হাতে তুলে দেন। শনিবার ধৃত চন্দ্রমোহন সরকারকে খোয়াই আদালতে প্রেরন করা হয়। 

এদিকে অবৈধ কাঠের লক পাচার কান্ডে আরও বেশ কয়েকজন জড়িত। তদন্তের স্বার্থে তাদের নাম জানাননি রেঞ্জ অফিসার সুপ্রিয় দেবনাথ। তবে ধৃত যুবকের বাড়ি উত্তর কৃষ্ণপুর এলাকায়।

আরো পড়ুন 


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu