A young man posted on social media after killing a python and hanging it around his neck.
সবুজ ত্রিপুরা
৩০ জুন
বুধবার
তেলিয়ামুড়া প্রতিনিধি:- বনের জন্তু-জানোয়ার হত্যা করা অপরাধ জনিত ঘটনা, সেই জায়গায় বনের অজগর সাপ মেরে গলায় ঝুলিয়ে সেলফি তুলে সামাজিক
মাধ্যমে পোস্ট করল এক জনজাতি যুবক। তেলিয়ামুড়া থানাধীন কেরলেং এলাকার এই ঘটনাটি। ঐ জনজাতি যুবকের নাম সঞ্জু কাইপেং। এবার সামাজিক
মাধ্যমের এই ছবি তেলিয়ামুড়া বনকর্মীরা দেখতে পায়। বনকর্মীরা সোর্স মারফত সেই ছবিটি সংগ্রহ করে। বনের জন্তু-জানোয়ার হত্যা করা ওয়াইল্ড
লাইফ আইন অনুসারে অপরাধ জনিত ঘটনা। তাই তেলিয়ামুড়া বনদপ্তরের বনকর্মীরা ১৯৭২ ওয়াইল্ড লাইফ প্রোটেকশন আইন অনুযায়ী ঐ যুবক সঞ্জু
কাইপেং এর বিরুদ্ধে তেলিয়ামুড়া থানায় এফ আই আর দাখিল করলেন বুধবার তেলিয়ামুড়া রেঞ্জ অফিসার সুপ্রিয় দেবনাথ।
আরো পড়ুন
0 মন্তব্যসমূহ