থানার লকাপ থেকে পালালো আসামি, উত্তর জেলা জুড়ে চাঞ্চল্য - Sabuj Tripura News

The accused escaped from the lockup of the police station, causing a stir in the north district.

সবুজ ত্রিপুরা 
৩০ জুন 
বুধবার

বিশেষ  প্রতিনিধি:- প্রকাশ্য দিনের বেলায় পুলিশের চোখে ফাঁকি দিয়ে থানার লকাপ থেকে পালিয়ে গেল এক রিমান্ডের আসামি। জানা গেছে বাথরুম যাবার 

নাম করে বাথরুমের ছোট জানালা দিয়ে পালিয়ে যায় ঐ আসামি। তার নাম ফারুক আহমেদ(১৮)। সে ধর্মনগর মহকুমার কদমতলা থানায় এনডিপিএস 

মামলায় তিন দিনের পুলিশ রিমান্ডে ছিলো। এই ঘটনায় কদমতলা থানার দায়িত্ব নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রসঙ্গত গত ২৭ জুন রবিবার উত্তর জেলার 

গোয়েন্দা পুলিশ ও কদমতলা থানার পুলিশ বরগোল মহেশপুর সড়কের বরগোল এলাকা থেকে ২২ প্যাকেটে মোট ৪৪০০ টি নেশা জাতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধার 

করে। যার বাজার মূল্য প্রায় বাইশ লক্ষ টাকা। সাথে আটক করা হয় দুই নেশা কারবারিকে। আটককৃত দুই নেশা কারবারি দক্ষিণ কদমতলা গ্রাম পঞ্চায়েতের 

দুই নং ওয়ার্ডে ফারুক আহমেদ পিতা লেইস চৌধুরী এবং সরসপুর গ্রাম পঞ্চায়েতের ৪ নং ওয়ার্ডের বিশাল শব্দকর পিতা বিজন শব্দকর। রবিবার 

কদমতলা থানার পুলিশ একটি এনডিপিএস মামলা নিয়ে ধৃতদের জিজ্ঞাসাবাদ চালিয়ে জানতে পারে এই বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট গুলি বাংলাদেশ 

পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল তারা। পরবর্তীতে ২৮ জুন সোমবার তিন দিনের রিমান্ড চেয়ে ধৃতদের ধর্মনগর জেলা আদালতে প্রেরণ করলে বিচারপতি 

তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডে এনে মাদক কারবারীদের জিজ্ঞাসাবাদ চালিয়ে কদমতলা থানার পুলিশ বাঘন গ্রামের তিন নং ওয়ার্ডের 

বাসিন্দা চামির উদ্দিনের ছেলে নজমুল হক(৩০) কে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। পরের দিন অর্থাৎ মঙ্গলবার সকাল ৭ টা ১১ মিনিটের সময় মাদক 

কারবারীদের ফারুক আহমেদ  বাথরুমে যায়। বাথরুমে থাকা অবস্থায় বেশ সময় কেটে যাওয়াতে কর্তব্যরত কর্মী ত্রিকোনা সিনহার সন্দেহ হয়। সঙ্গে সঙ্গে 


বাথরুমের দরজা খুলে দেখতে পান আসামি বাথরুমের ছোট জানালা দিয়ে পালিয়ে গেছে। শুরু হয় দৌড়ঝাপ, তৎক্ষণাৎ থানার সকল অফিসার সহ পুলিশ 

ও টিএসআর দিয়ে কদমতলা থানা এলাকা সহ গোটা উত্তর জেল জুড়ে খুজাখুজি করলেও এখন পর্যন্ত পালিয়ে যাওয়া মাদক কারবারি ফারুক আহমেদকে উদ্ধার 

করতে ব্যর্থ পুলিশ। ঘটনার খবর পেয়ে কদমতলা থানায় ছুটে আসেন মহকুমা পুলিশ আধিকারিক কান্তা জাহাঙ্গীর। এই ঘটনায় নানা মহল থেকে নানা প্রশ্ন 

উঠতে শুরু করেছে। অনেকর মনে প্রশ্ন, এই পুলিশের কোনো মদত নয়তো? কিভাবে দিনের আলোয় থানার বাথরুমের ভেতরের ছোট জানালা দিয়ে থানা 

কমপ্লেক্স থেকে বের হয়ে এক আসামি গা ঢাকা দিল? তাছাড়া আসামিদের বাথরুমের পেছনে অবস্থান করছে কদমতলা থানার কনস্টেবলের ব্যারাক সহ 

কোয়াটার ও ঘনবসতিপূর্ণ এলাকা। সকলের চোখে ধুলো দিয়ে কিভাবে লকাপে থাকা আসামি দিনের আলোয় মিলিয়ে গেলো? তা নিয়ে দেখা দিয়েছে নানা প্রশ্ন। 

কেননা কদমতলা থানার ওসির বিরুদ্ধে বিগত দিনেও বহু অভিযোগ রয়েছে। যদিও ইতিমধ্যে একজন কনেস্টবলকে সাসপেন্ড করা হয়েছে। অপরদিকে একটি 

বিশেষ সূত্রে জানা যায়, মাদক কারবারি পলাতক ফারুক আহমেদ পূর্ব লালছড়া হয়ে পাশ্ববর্তী রাজ্য আসামে গা ঢাকা দিয়েছে।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu