চন্দ্রপুর স্কুলের ভ্যাকসিন সেন্টার পরিদর্শনে গেলেন রাজ্য বিধানসভার উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেন - Sabuj Tripura News

State Assembly Deputy Speaker Bishwabandhu Sen visits Chandrapur School Vaccine Center.

সবুজ ত্রিপুরা 
২২ জুন 
মঙ্গলবার

বিশেষ প্রতিনিধি:- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর করোনা মুক্ত দেশগড়ার লক্ষ্যকে আরও সুদুর প্রসারী করতে দেশজোড়ে চলছে বিনামূল্যে টিকাকরন প্রক্রিয়া। এই টিকাকরন প্রক্রিয়ার অঙ্গ হিসেবে বিগত ১৭, ১৮ এবং ১৯ জুন তারিখে রাজ্যের প্রতিটি মহকুমা জোড়ে প্রতিটি হাসপাতাল, পিএইচসি এবং গ্রামীন হাসপাতাল গুলোতে ১৮ থেকে ৪৪ বছরের সকল পুরুষ এবং মহিলাদেরকে টিকাকরনের আওতায় নিয়ে আসা হয়েছে। 

প্রথম তিনদিন টিকাকরনের পর রাজ্য স্বাস্থ্য দপ্তর ২১ এবং ২২ জুন তারিখে পুনরায় সার্বিক ভাবে টিকাকরন করার সিদ্ধান্ত নিয়েছে। এরই অঙ্গ হিসাবে আজ চন্দ্রপুর স্কুলের ভ্যাকসিন সেন্টার পরিদর্শনে গেলেন ধর্মনগরের বিধায়ক তথা রাজ্য বিধানসভার উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। 

সেখানে গিয়ে দেখলেন লোকজন সারিবদ্ধ ভাবে ভ্যাকসিন নিতে লাইন ধরে দাঁড়িয়ে আছেন। পরিদর্শন কালে দেখলেন খুব সুন্দর এবং সঠিকভাবে ভ্যাকসিন গ্রহনের কাজ চলছে। ভ্যাকসিন গ্রহন কারিদের সুবিধার জন্য ভ্যাকসিন সেন্টারে একটি এবিভিপি হেল্প ডেস্কও খুলেছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu