The youth was arrested by the villagers for abducting a minor.
সবুজ ত্রিপুরা
২৬ জুন
শনিবার
ধর্মনগর প্রতিনিধি:- প্রকাশ্য দিনের বেলায় নাবালিকা অপহরণের চেষ্টাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠে ধর্মনগরের কামেশ্বর এলাকা। পরবর্তীতে গ্রামবাসীদের তৎপরতায় আটক করা হয় এক যুবককে।
শুক্রবার সকাল থেকেই ধর্মনগর কামেশ্বর এলাকার এক নাবালিকাকে অপহরণের উদ্দেশ্য ধর্মনগর সাবাজপুরের বাসিন্দা সুলতান ও পদ্মবিলের সুমন হুসেন নামে দুই যুবক কামেশ্বর এলাকায় একটি স্কুটি নিয়ে ঘোরাফেরা করছিল।
এরই মধ্যে নাবালিকাটিকে স্কুটিতে নিয়ে পালানোর চেষ্টা করলে নাবালিকার মা স্কুটি সমেত যুবকটিকে আটক করেন।
নাবালিকার মায়ের চিৎকারে স্থানীয়রা দৌড়ে এসে স্কুটি সহ সুলতানকে আটক করে ফেলেন।
এদিকে ঐ যুবকের সাথে আসা আরেক যুবক সুমন হুসেন ঘটনার বেগতিক দেখে এলাকা ছেড়ে পালায়। আটককৃত যুবকের বাড়ি শাহবাজপুর এলাকায়।
এলাকাবাসীদের অভিযোগ দীর্ঘদিন ধরে এই দুই যুবককে এলাকায় অকারণে ঘোরাফেরা করতে দেখা যেত।
এদিকে নাবালিকার মা জানিয়েছেন নাবালিকাটির সাথে ঐ যুবকের সম্পর্ক গড়ে ওঠে। পরিবারের লোকজন বিষয়টি জানতে পেরে নাবালিকাকে সতর্ক করেন।
এরই মধ্যে শুক্রবার সকালে ঐ যুবক স্কুটি নিয়ে গ্রামে এসে কোনরকমে ফুসলিয়ে নাবালিকাকে অপহরণের চেষ্টা করে।
এলাকাবাসী ঐ যুবকের বিরুদ্ধে অপহরণের চেষ্টার অভিযোগ এনে ধর্মনগর পুলিশের হাতে তুলে দিয়েছেন।
0 মন্তব্যসমূহ