সবুজ ত্রিপুরা
২১ জুন
সোমবার
ধর্মনগর প্রতিনিধি:- রবিবার সন্ধ্যায় ধর্মনগর দক্ষিণ হুরুয়ার স্থানীয় এলাকাবাসীদের তৎপরতায় পুলিশের জালে ধরা পড়ল ১ মাদক কারবারি। জানা গেছে দক্ষিণ হুরুয়ার সুকান্ত কলোনির বাসিন্দা প্রসঞ্জিত মাহিষ্য দাস(৩২) পিতা স্বপন মাহিষ্য দাস নিজেই ড্রাগস এর নেশা করার সাথে অবৈধ ড্রাগসের কারবারে লিপ্ত ছিল।
এই খবর স্থানীয় এলাকাবাসীরা জানতে পেরে রবিবার সন্ধ্যায় প্রসেনজিত বাড়িতে থাকা অবস্থায় ধর্মনগর থানায় খবর দেয়। সঙ্গে সঙ্গে ধর্মনগর থানার এস আই রতন রবিদাস এর নেতৃত্বে পুলিশ বাহিনী প্রসেনজিতের বাড়িতে হানা দেয়।
পুলিশ এবং স্থানীয় জনগণের যৌথ তৎপরতায় তার বাড়ি থেকে বেশকিছু ব্রাউন সুগার সমেত কৌটো উদ্ধার হয়। সঙ্গে সঙ্গে পুলিশ প্রসেনজিতকে আটক করে ধর্মনগর থানায় নিয়ে আসে।
এলাকাবাসীদের এমন সজাগ দৃষ্টিতে নেশা কারবারি প্রসেনজিত কে পুলিশ গ্রেপ্তার করায় এলাকায় স্বস্তির হাওয়া বইছে। কেননা প্রসেনজিতের মাদক কারবারে স্থানীয় যুব সমাজ ধংসের পথে যাচ্ছিল। এ ভাবেই যদি জনগন সজাগ ও সচেতন হয় তবেই রাজ্য থেকে নেশার কারবার বন্ধ করা যাবে।
0 মন্তব্যসমূহ