Corona infestation in the last 24 hours in the state of Tripura.
সবুজ ত্রিপুরা
২৬ জুন
শনিবার
বিশেষ প্রতিনিধি:- ত্রিপুরা রাজ্যে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৩৬৯ জন, গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৩৯০ জন। রাজ্যে গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৩ জনের।
জেলা ভিত্তিক করোনা আক্রান্তের মধ্যে পশ্চিম ত্রিপুরা জেলায় গতকালও ছিল বেশী। জেলা ভিত্তিক করোনা আক্রান্তের মধ্যে উত্তর ত্রিপুরা জেলায় অনেকটা বেশী।
জেলা ভিত্তিক করোনা আক্রান্তের মধ্যে, পশ্চিম ত্রিপুরা জেলায় - ৯৪ জন, উত্তর ত্রিপুরা জেলায় - ৫৫ জন, দক্ষিন ত্রিপুরা জেলায় - ৪৮ জন, ঊনকোটি জেলায় - ৪৬ জন, গোমতী জেলায় - ৪৩ জন, খোয়াই জেলায় - ৩০ জন, ধলাই জেলায় - ৩৩ জন, সিপাহীজলা জেলায় - ২০ জন।
রাজ্যে পজিটিভিটি রেইট ৪.০৯%। গতকাল টেস্ট করা হয়েছে ৯,০১৭ জন লোকের। এখন পর্যন্ত রাজ্যে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৬৩ হাজার ৮৬৮ জন।
এখন পর্যন্ত রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে মোট ৬৬২ জনের, রাজ্যে করোনায় মোট সুস্থ হয়েছেন ৫৯ হাজার ৭০৬ জন।
0 মন্তব্যসমূহ