মেলাঘরের স্বয়ংসিদ্ধা পাগলী মাসীর তিরোধানে অন্তিম শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী - Sabuj Tripura News

The Chief Minister Biplab Kumar Deb paid his last respects to the self-proclaimed Pagli Mashi of Melaghar.

সবুজ ত্রিপুরা 
২৪ জুন 
বৃহস্পতিবার

বিশেষ প্রতিনিধি:- মেলাঘরের স্বয়ংসিদ্ধা পাগলী মাসীর তিরোধানে শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। গতকাল সন্ধ্যায় পাগলী মাসীর আশ্রমে উনার প্রতি অন্তিম শ্রদ্ধা জানিয়ে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন, অগণিত মানুষের বিশ্বাস, শ্রদ্ধার ও পূজনীয় পাগলী মাসীর প্রদর্শিত পথকে প্রত্যেকের জীবনে অনুসরণ করতে পারলেই উনার প্রতি প্রকৃত শ্রদ্ধা জানানো হবে। 

মুখ্যমন্ত্রী বলেন, পাগলী মাসী শুধুমাত্র রাজ্য নয় দেশের গন্ডি ছাড়িয়ে বহির্দেশের অগণিত ভক্তদের কাছেও পূজনীয় ছিলেন। তার প্রদর্শিত পথের অনুসারি রয়েছেন অনেকেই। 

১৯৮৩ সালে মেলাঘরের দক্ষিণ বাজার এলাকায় এক ভয়াবহ বন্যার সময় থেকে উনার এই মহান জীবনকালে অনেক এমন দৃষ্টান্ত রেখে গেছেন। যাতে মানুষের মনে উনার ঐশ্বরিক শক্তির প্রতি বিশ্বাস জাগ্রত হয়েছে। 

উনার এই তিরোধান এক অপূরণীয় ক্ষতি বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। পাগলী মাসীর আশ্রমে মুখ্যমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন সাংসদ প্রতিমা ভৌমিক, বিধায়ক সুভাষ দাস, সিপাহীজলা জেলার পুলিশ সুপার কৃষ্ণেন্দু চক্রবর্তী প্রমুখ।

আরো পড়ুন 


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu