The special decision was taken at the executive meeting of Teliamura BJP Jubo Murcha.
সবুজ ত্রিপুরা
২৪ জুন
বৃহস্পতিবার
তেলিয়ামুড়া প্রতিনিধি:- বিজেপি যুব মোর্চা তেলিয়ামুড়া মন্ডলের এক কার্যকারণী বৈঠক অনুষ্ঠিত হলো বুধবার তেলিয়ামুড়ার একটি গেষ্ট হাউসে। এই কার্যকারিনী বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৮ তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের বিধায়িকা তথা রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়।
এছাড়াও ছিলেন বিজেপির যুব মোর্চার তেলিয়ামুড়া মন্ডলের সভাপতি কিংকর দেবনাথ এবং খোয়াই জেলা যুব মোর্চার সভাপতি মানিক দেবনাথ সহ সংগঠনের অন্যান্য পদাধিকারীকরা।
কোভিড-১৯ বিধিকে মান্যতা দিয়ে এই কার্যকারিনী বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের পর বিধায়িকা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন আগামী দিনে সংগঠনের কর্মসূচি, সামাজিক কর্মসূচি, রাজনৈতিক কর্মসূচি নিয়ে আলোচনা হয় কার্যকর্তা দের সাথে।
বৈঠকে বেশ কিছু সিদ্ধান্ত ও নেওয়া হয়। সংগঠনের কার্যকর্তারা মানুষের পাশে থেকে কর্মসূচি বাস্তবায়ন করবেন। এই কার্যকারিনী বৈঠক প্রথমে কেন্দ্রীয় স্তর, রাজ্য স্তর, জেলা স্তর এবং পরে মন্ডল স্তরে অনুষ্ঠিত হয়। এরই অঙ্গ হিসেবে বুধবার যুব মোর্চা মন্ডলে কার্যকারিনী নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়।
0 মন্তব্যসমূহ