সবুজ ত্রিপুরা
২৩ জুন
বুধবার
বিশেষ প্রতিনিধি:- আজ দেহত্যাগ করলেন মেলাঘরের পাগলী মাসী। ত্রিপুরাবাসীর আস্থার প্রতীক আমাদের সবার শ্রদ্ধেয় পাগলী মাসী আজ আমাদের মধ্যে আর নেই।
দূর দুরান্ত থেকে লোকজন আসতেন পাগলী মাসীর দর্শন করতে। কেন চলে গেলেন আমাদের ছেড়ে এ কথাটি সব সন্তানের মনে প্রশ্ন হয়ে থাকবে চিরকাল।
উনার প্রয়াণে শোকের ছায়া সারা রাজ্যে হাজার হাজার ভক্তদের কাঁদিয়ে আজ দেহত্যাগ করলেন ত্রিপুরার সিপাহীজলা জেলার মেলাঘরের সকলের প্রিয় ও শ্রদ্ধেয় পাগলী মাসী।
বহু লোকের মনোবাঞ্ছা পূরণকারী এই মাসী ছিলেন বিশ্বাসে জীবন্ত ভগবান। উনার এই দেহত্যাগে সারা ত্রিপুরা রাজ্যে লোকজন মনমরা হয়ে আছেন।উনার আত্মার চিরশান্তি কামনা করছেন রাজ্যের মানুষ।
আরো পড়ুন
0 মন্তব্যসমূহ