Corona infestation rate is not stopping, details of corona infestation in the last 24 hours in the state.
সবুজ ত্রিপুরা
২৪ জুন
বৃহস্পতিবার
বিশেষ প্রতিনিধি:- ত্রিপুরায় করোনা আক্রান্তের সংখ্যা এখনও বেড়ে চলছে। রাজ্যে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৩৯৫ জন, গত ২৪ ঘন্টায় সুস্থতার হার অনেকটা কমেছে।
গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ২৪৩ জন, মৃত্যু হয়েছে ২ জনের। জেলা ভিত্তিক করোনা আক্রান্তের মধ্যে পশ্চিম ত্রিপুরা জেলায় বেশী। এর মধ্যে উত্তর ত্রিপুরা জেলায় করোনা আক্রান্তের হার অনেকটা বেড়েছে।
জেলা ভিত্তিক করোনা আক্রান্তের মধ্যে, পশ্চিম ত্রিপুরা জেলায় - ৮৮ জন, উত্তর ত্রিপুরা জেলায় - ৬৭ জন, দক্ষিন ত্রিপুরা জেলায় - ৪০ জন, ঊনকোটি জেলায় - ৬৬ জন, গোমতী জেলায় - ৪৯ জন, খোয়াই জেলায় - ২০ জন, ধলাই জেলায় - ৪৩ জন, সিপাহীজলা জেলায় - ২২ জন।
পজিটিভিটি রেইট ৫.৩৪%, টেস্ট করা হয়েছে ৭,৩৯২ জন লোকের। এখন পর্যন্ত রাজ্যে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৬৩ হাজার ১৪০ জন, এখন পর্যন্ত রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে মোট ৬৫৭ জনের, রাজ্যে করোনায় সুস্থ হয়েছেন মোট ৫৮ হাজার ৯১৭ জন।
0 মন্তব্যসমূহ