Unusual death of TSR jawan will be handed over to family after autopsy.
সবুজ ত্রিপুরা
২৩ জুন
বুধবার
বিশালগড় প্রতিনিধি:- গতকাল সোমবার দুপুর বেলা খোয়াই থানার অন্তর্গত রতন নগর বাজার সংলগ্ন টিএসআর দশম ব্যাটেলিয়ানের কর্মরত জোয়ান হাবিলদার নিরঞ্জন নট্র এর মৃতদেহ উদ্ধার হয় ব্যাটেলিয়ানের শৌচালয় থেকে।
পরবর্তী সময়ে সহকর্মী দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে ব্যাটেলিয়ানে থাকা অন্যান্য অফিসারের নজরে আনেন। এরপর খোয়াই থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে এসে অস্বাভাবিক একটি মামলা হাতে নিয়ে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় স্থানীয় একটি হাসপাতালে।
টিএসআর জোয়ানের মৃতদেহ কফিনবন্দি হয়ে বিশালগড় মহাকুমার গোকুলনগর রাস্তার মাতা স্থিত নিজ বাড়িতে আসামাত্র কান্নায় ভেঙ্গে পড়লেন মৃতার পরিবার এবং আত্মীয়-স্বজন।
মৃতার ছেলে জানান উনার কারো সাথে কোন জগড়া এবং শত্রুতা নেই। কিভাবে উনার মৃত্যু হল তা এখনও বুঝা যায় নি। আজ ময়না তদন্ত করার পর জোয়ানের মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে।
আরো পড়ুন
0 মন্তব্যসমূহ