গরু চোর সন্দেহে দুই যুবককে স্থানীয়রা তুলে দেয় পুলিশের হাতে - Sabuj Tripura News

Locals handed over the two youths to the police on suspicion of cattle theft.

সবুজ ত্রিপুরা 
২৩ জুন 
বুধবার

বক্সনগর প্রতিনিধি:- সোমবার ভোরবেলা মানিক্যনগর এলাকার বিশ্বজিৎ নমঃ নামক এক ব্যক্তির বাড়ি থেকে কে বা কারা গরু চুরি করে নিয়ে যায়। পরবর্তী সময়ে গরুর মালিক গরু খোঁজাখুঁজি করতে করতে সকাল দশ ঘটিকার সময় একই এলাকায় দুই যুবককে গরু গুলি নিয়ে যেতে এলাকাবাসী দেখতে পেয়ে চোর সন্দেহ করে প্রচণ্ড মারধোর করে। 

পরবর্তীতে কলমচৌড়া থানায় খবর দিলে পুলিশ গিয়ে সন্দেহকারী দুই চোরকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। সন্দেহভাজন দুই চোর হলেন লিটন বর্মন ও পারভেজ আলী, দুজনের বাড়ি মানিক্যনগর এলাকায়। 

এই দুই চোরকে জিজ্ঞাসা করলে জানতে পারা যায় তারা নাকি এক ব্যক্তির আদেশে এক জায়গা থেকে অন্য জায়গায় গরু গুলি নিয়ে যাচ্ছিল। আর তখনই এলাকার জনতা তাদের হাতেনাতে ধরে ফেলে। পুলিশের তৎপরতায় তারা কোনো রকমে বেঁচে যায়। 

তবে গরুর মালিক বিশ্বজিৎ এই দুই সন্দেহভাজন চোরের নামে কলমচৌড়া থানায় মামলা করেন।

আরো পড়ুন 


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu