তেলিয়ামুড়ায় এনএসএস এর উদ্যোগ বিভিন্ন সেবা মুলক কর্মসূচি - Sabuj Tripura News

Initiatives of NSS in Teliamura are various service oriented programs.

সবুজ ত্রিপুরা 
২১ জুন 
সোমবার

তেলিয়ামুড়া প্রতিনিধি:- গোটা বিশ্ব যখন করোনার আতঙ্ক বইছে সেই জায়গায় দাঁড়িয়ে খোয়াই জেলার তেলিয়ামুড়া মহাকুমার ঐতিহ্যবাহী বিদ্যালয় কবি নজরুল দ্বাদশ শ্রেণী বিদ্যাভবনের এন এস এস ইউনিটের উদ্যোগ করা হয় সেবা মুলক কর্মসূচি

সোমবার তেলিয়ামুড়া হাটবারের দিনে বাজারের মাছ, মাংস এবং সবজি বাজারের ব্যবসায়ীদের মধ্যে মাস্ক ও স্যানিটাইজার বিতরন করলো কবি নজরুল দ্বাদশ শ্রেণী বিদ্যাভবনের এন এস এস ইউনিটের ছাত্র ছাত্রীরা। তাছাড়া বাজারে আসা ক্রেতাদের মধ্যে ও মাস্ক ও স্যানিটাইজার বিতরণ করা হয়। 

এ প্রসঙ্গে বলতে গিয়ে বিদ্যালয়ের শিক্ষক আশুতোষ দেব জানান, গোটা বিশ্ব সহ রাজ্য যখন করোনার করাল গ্রাসে নিমজ্জিত সেই জায়গায় তেলিয়ামুড়া কবি নজরুল দ্বাদশ শ্রেণী বিদ্যাভবন তেলিয়ামুড়া বাজার এলাকার ব্যবসায়ী ও ক্রেতাদের কথা চিন্তা করে আজকের এই সামগ্রী বন্টন করেন।

আরো পড়ুন 



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu