সবুজ ত্রিপুরা
২১ জুন
সোমবার
বিশেষ প্রতিনিধি:- ত্রিপুরায় করোনা আক্রান্তের সংখ্যা এখনও বেড়ে চলছে, রাজ্যে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৩৬৭ জন, সুস্থ হয়েছেন ৬৪৬ জন, মৃত্যু হয়েছে ৪ জনের।
গতকাল মোট টেস্ট করা হয়েছে ৯,৭৫৬ জন লোকের। এবং পজিটিভিটি রেইট ৪.৮২%। জেলা ভিত্তিক করোনা আক্রান্তের মধ্যে পশ্চিম ত্রিপুরা জেলায় গতকালও বেশী ছিল।
জেলা ভিত্তিক করোনা আক্রান্তের মধ্যে, পশ্চিম ত্রিপুরা জেলায় - ১১৬ জন, উত্তর ত্রিপুরা জেলায় - ৪৯ জন, দক্ষিন ত্রিপুরা জেলায় - ৩২ জন, ঊনকোটি জেলায় -৭৭ জন, গোমতী জেলায় - ২৪ জন, খোয়াই জেলায় - ১৪ জন, ধলাই জেলায় - ৩৩ জন, সিপাহীজলা জেলায় - ২২ জন।
এখন পর্যন্ত রাজ্যে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৬২ হাজার ১৪৯ জন, এখন পর্যন্ত রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে মোট ৬৪৭ জনের, রাজ্যে করোনায় সুস্থ হয়েছেন মোট ৫৭ হাজার ৬৭১ জন। বর্তমানে রাজ্যে করোনা আক্রান্ত রোগী রয়েছেন ৩,৯৮০ জন।
0 মন্তব্যসমূহ