Two were seriously injured in a head on collision between a Maruti and a bike.
সবুজ ত্রিপুরা
২১ জুন
সোমবার
বিশালগড় প্রতিনিধি :- বিশালগড় থানার অন্তর্গত বিশালগড় বিদ্যুৎ অফিসের মূল ফটকের সামনে মারুতি এবং বাইকের মুখোমুখি সংঘর্ষ হয় বলে জানা যায়, গতকাল বিকেল ২.৪৫ নাগাদ এই ঘটনা ঘটে।
জানা যায় আগরতলা থেকে দুই যুবক বাইক চেপে বিশ্রামগঞ্জ বাড়ির উদ্দেশ্যে যাবার পথে বিশালগড় বিদ্যুৎ অফিস সংলগ্ন এলাকায় মারুতি এবং বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। সেই সংঘর্ষে গুরুতর জখম হন গৌতম দেববর্মা নামের ২২ বছরের ছেলে এবং অপর একজন বিশ্বজিৎ দেববর্মা।
প্রত্যক্ষদর্শী দেখতে পেয়ে খবর পাঠান বিশালগড় দমকল কর্মীদের, বিশালগড় দমকল কর্মীরা ছুটে গিয়ে আহত ২ যুবককে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসে।
এদিকে আহত গৌতম দেববর্মার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বিশালগড় হাসপাতাল থেকে হাপানিয়া রেফার করা হয়েছে।
আরো পড়ুন
0 মন্তব্যসমূহ