রাজ্যে আজ মোট টিকাকরন ১,৪১,৮৪৭ জনের, সর্বাধিক পশ্চিম জেলায়, দ্বিতীয় উত্তর ত্রিপুরা - Sabuj Tripura News

সবুজ ত্রিপুরা 
২১ 
জুন 
সোমবার

বিশেষ প্রতিবেদন:- আজ রাজ্যে উৎসবের মেজাজে ১৮ থেকে ৪৫ বছরের নাগরিকরা বিনা মূল্যে কোভিড-১৯ টিকাকরন কার্যক্রমে অংশগ্রহন করেন। রাজ্যের বিভিন্ন স্থান থেকে উঠে আসে এর চিত্র। 

সকালে রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব আই জি এম এ টিকাকরন কার্যক্রমের উদ্বোধন করেন। এছাড়া প্রতি জেলায় বিভিন্ন কার্যক্রমের মধ্য দিয়ে টিকাকরন কার্যক্রম উদ্বোধন হয়। 

www.cowin.gov.in ওয়েব সাইটের তথ্য অনুসারে আজ পশ্চিম জেলায় সর্বাধিক  ৩০,৫৯২ জনকে টিকা দেওয়া হয়। তার পরেই রয়েছে উত্তর ত্রিপুরা জেলা। 

উত্তর ত্রিপুরা মোট টিকা দেওয়া হয় ২৩,১৩১ জনকে। তার পরে যথাক্রমে সিপাহীজলা ২২,১৩১ জন, দক্ষিণ ত্রিপুরা ২১,৬৬০ জন, ধলাই ১২,৯৩৮ জন, ঊনকোটী ১১,৯৫৪ জন, গোমতী ৯,৯৪৯ জন এবং খোয়াই জেলায় ৯,৪৯২ জন। রাজ্যে আজ মোট টিকা দেওয়া হয় ১,৪১,৮৪৭ জনকে।


এখানে উল্লেখ্য এই  প্রতিবেদন লেখা পর্যন্ত রাজ্যে মোট ১ম ডোজ টিকাকরন হয় ১৫,৪১,৪২১ জনের এবং ২য় ডোজ টিকাকরন হয় ৬,০৭,৬৯২ জনের।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu