সবুজ ত্রিপুরা
১৫ জুন
মঙ্গলবার
তেলিয়ামুড়া প্রতিনিধি:- তেলিয়ামুড়া পৌর পরিষদের অন্তর্গত ৫ ও ৭ নং ওয়ার্ডে মুখ্যমন্ত্রী করোনা রিলিফ প্যাকেজের আনুষ্ঠানিক সূচনা হয়। সোমবার পড়ন্ত বিকেলে তেলিয়ামুড়া রাজনগর রেশন শপে।
তথা তেলিয়ামুড়া পৌর পরিষদের ৫ নং ওয়ার্ড, এবং শান্তিনগর রেশন শপ তথা তেলিয়ামুড়া পৌর পরিষদের ৭ নং ওয়ার্ডে মুখ্যমন্ত্রী করোনা রিলিফ প্যাকেজ বিতরণের শুভ সূচনা করেন বিধানসভার মুখ্য সচেতক তেলিয়ামুড়া বিধায়িকা কল্যাণী রায়।
উপস্থিত ছিলেন মন্ডল সভাপতি রঞ্জিত সূত্রধর, পৌর পরিষদের প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট রূপক সরকার, প্রাক্তন কাউন্সিলার বিমল রক্ষিত, শম্পা সাহা পাল সহ প্রমুখরা। অনুষ্ঠানে এলাকার জনগণের হাতে মুখ্যমন্ত্রী করোনা রিলিফ প্যাকেজের প্যাকেট তুলে দেন অতিথিরা।
আরো পড়ুন
0 মন্তব্যসমূহ