বিশালগড় প্রতিনিধি:- বিশালগড় প্রেস ক্লাবের সদস্যদের ভোট দানের মাধ্যমে বিশালগড় প্রেস ক্লাবের সভাপতি এবং সম্পাদক নির্বাচিত হয়েছেন যথাক্রমে ভবতোষ ঘোষ এবং তাজুল ইসলাম। গত ১৩ জুন রবিবার বিশালগড় নারীমঙ্গল সিআরসি হলে অনুষ্ঠিত হয় সাধারণ সভা।
বিগত দিনের কাজকর্মের পর্যালোচনা করেন সকল সদস্যরা। বিদায়ী সম্পাদক ভবতোষ ঘোষ কমিটি ভেঙ্গে দেওয়ার প্রস্তাব দেন। শেষে সর্বসম্মতিক্রমে বিশালগড় প্রেস ক্লাবের নতুন কমিটি গঠন করা হয়।
নতুন কমিটির সভাপতি ভবতোষ ঘোষ, সহসভাপতি সমীর ভৌমিক, সম্পাদক তাজুল ইসলাম, সহসম্পাদক খোকন ঘোষ, কোষাধ্যক্ষ মান্নান হক, কার্যকরী সদস্য অজয় পাল, হারাধন দেবনাথ নির্বাচিত হন। তিন সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটির চেয়ারম্যান সাধন দেবনাথ, সদস্য কৃষ্ণ পাল এবং জীবন কুমার ঘোষ নির্বাচিত হন।
এছাড়া বিশালগড় প্রেস ক্লাবের অফিস সেক্রেটারি উদয়ন চৌধুরী, সংস্কৃতি বিভাগের সচিব আশিস মিয়া, ক্রিড়া এবং সমাজসেবা বিভাগের সচিবের দায়িত্ব জ্যোতির্ময় সাহাকে দেওয়া হয়।
0 মন্তব্যসমূহ