করোনা মুক্ত এলাকা গড়ার লক্ষ্যে এবার মাঠে নামলো বিজেপি তেলিয়ামুড়া মন্ডল - Sabuj Tripura News

সবুজ ত্রিপুরা
১৪ জুন
সোমবার

তেলিয়ামুড়া প্রতিনিধি:- তেলিয়ামুড়া মন্ডল এবং যুব মোর্চা প্রায় প্রত্যেক দিন বিভিন্ন সামাজিক কর্মসূচি জারি রেখেছে। এরই অঙ্গ হিসেবে বিজেপি তেলিয়ামুড়া মন্ডলের উদ্যোগে এবং যুব মোর্চার সহায়তায় রবিবার স্থানীয় মারুতি সিন্ডিকেট এলাকায় পথ চলতি ই-রিক্সা সহ যান গুলোকে স্যানিটাইজ করানো হয়। 

এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া মন্ডল সভাপতি রঞ্জিত সূত্রধর, তেলিয়ামুড়া যুব মোর্চার প্রাক্তন সভাপতি অচিন্ত্য ভট্টাচার্য সহ অন্যান্যরা। 

এ প্রসঙ্গে বলতে গিয়ে তেলিয়ামুড়া মন্ডল সভাপতি রঞ্জিত সূত্রধর বলেন, তেলিয়ামুড়া মন্ডলের উদ্যোগে এবং যুব মোর্চার যৌথ সহায়তায় প্রায় প্রত্যেক দিন তেলিয়ামুড়া শহরের বিভিন্ন জায়গায় সেনিটাইজেশন কর্মসূচি চলছে। 

এরই অঙ্গ হিসেবে রবিবার ও স্থানীয় মারুতি সিন্ডিকেট সংলগ্ন এলাকায় সেনিটাইজেশন কর্মসূচি চলছে। আগামী দিনেও এই কর্মসূচি জারি থাকবে।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu