ভারত-বাংলা সীমান্তে গ্রেপ্তার এক চীনা নাগরিক সাথে আটক প্রচুর সিম ও ইলেকট্রকনিক্স জিনিস - Sabuj Tripura News

সবুজ ত্রিপুরা
১৪ জুন
সোমবার

বিশেষ প্রতিনিধি:- মালদহের সীমান্তে গ্রেপ্তার এক চীনা নাগরিক সাথে আটক প্রচুর সিম ও ইলেকট্রকনিক্স জিনিস। ১৮ তারিখ পর্যন্ত পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে তাকে। অনেক চাঞ্চল্যকর খবর উঠে আসছে বলে পুলিশ সূত্র জানিয়েছে। 

তবে বিএসএফের অভিযোগ, হান নামের এই লোকটি প্রচুর সিমকার্ড ভুয়া পরিচয়পত্র দিয়ে তুলে চীনে পাঠিয়েছে। সেগুলি দিয়ে অ্যাকাউন্ট হ্যাক করা সহ বিভিন্ন আর্থিক প্রতারণা করা হতো। তার এক বন্ধু থাকতো গুরুগ্রামে, তার নাম সাং জুয়াং। 

সাং জুয়াংকে উত্তর প্রদেশ পুলিশ ২০১৯ সালে গ্রেফতার করে। তখন হানের নামেও মামলা দায়ের করা হয়। সেজন্য হান ভিসা পায়নি সে তখন বাংলাদেশে যায়। গত ৮ জুন বাংলাদেশের একটি হোটেলে ছিল। সেখানে দুই দিন কাটিয়ে ভারতে ঢোকার সময় গ্রেপ্তার হয় সে। 

হানের কাছ থেকে একটি অ্যাপল ল্যাপটপ, দুইটি আই-ফোন, একটি বাংলাদেশি, একটি চীনা ও একটি ভারতীয় সিম কার্ড পাওয়া গেছে। সেই সঙ্গে মার্কিন ডলার, ভারতীয় টাকা এবং বাংলাদেশি মুদ্রা পাওয়া গেছে।

আরো পড়ুন 



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu