পদ্মবিল দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ল্যাবরেটরির কম্পিউটার সহ মূল্যবান জিনিসপত্র চুরি - Sabuj Tripura News

A group of thieves broke the lock of the laboratory of Padmabil H.S school and took away valuables including computers.

সবুজ ত্রিপুরা 
২৪ জুন 
বৃহস্পতিবার

পানিসাগর প্রতিনিধি:- উওর ত্রিপুরা জেলার পানিসাগর মহকুমার অন্তর্গত পদ্মবিল দ্বাদশ শ্রেণী বিদ‍্যালয়ের ল্যাবরেটরি রুমের তালা 

ভেঙ্গে রুমের মধ্যে থাকা কম্পিউটার থেকে শুরু করে বৈদ্যুতিক পাখা, সোলার লাইট এবং অন্যান্য সামগ্রী চুরি করে চোরের দল। 

গত মঙ্গলবার স্কুল খোলার পর স্কুলের দরজার তালা ভাঙা দেখে শিক্ষকগণ এলাকার জনগণকে  ডেকে সেই বিষয়টি অবগত করেন। এবং সঙ্গে সঙ্গে পানিসাগর থানায় বিষয়টি জানান। 

পরবর্তীতে পদ্মবিল স্কুলের প্রধান শিক্ষক পানিসাগর থানায় লিখিত এফ আই আর করেন। কিন্তু আশ্চর্যের বিষয় ২৪ ঘন্টা অতিক্রম হওয়ার পরও পুলিশ প্রশাসনের কোনো হেলদোল নেই। 

অবশেষে বুধবার দুপুরে দুজন হোমগার্ড এসে ঘটনা দেখে চলে যান। প্রশাসন থেকে আসা দুইজন হোমগার্ডকে জিজ্ঞাসা করে জানা যায় তাদের রিপোর্ট জমা দেওয়া পর পানিসাগর থানা থেকে অফিসার ঘটনা তদন্ত করতে আসবেন।

আরো পড়ুন 



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu