বিধায়ক উন্নয়ন তহবিলের অর্থে রেল স্টেশন চত্বরে যাত্রীদের সুবিধার্থে যাত্রী শেড নির্মানের সিদ্ধান্ত - Sabuj Tripura News

Decision to construct passenger shed for the convenience of passengers at the railway station premises with the help of MLA Development Fund.

সবুজ ত্রিপুরা 
২৪ জুন 
বৃহস্পতিবার

তেলিয়ামুড়া প্রতিনিধি:- এবার তেলিয়ামুড়া ত্রিশাবাড়ি স্থিত রেল স্টেশন চত্বরে যাত্রীদের সুবিধার্থে যাত্রী শেড নির্মান করা হবে। ২৮ 

তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের বিধায়িকা কল্যাণী রায় তেলিয়ামুড়া আর ডি ডিভিশনের এক্সিকিউটিভ ইঞ্জিনীরকে সঙ্গে নিয়ে ত্রিশাবাড়ি রেল স্টেশনের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

রেল স্টেশন আশা যাত্রীদের সুবিধার্থে যাত্রী শেড নির্মাণের জন্য।এ প্রসঙ্গে বিধায়িকা কল্যাণী রায় বলেন, আমবাসা রেল স্টেশনের পরেই 

ত্রিশাবাড়ি রেল স্টেশনটি গুরুত্বপূর্ণ, কারন তৈদু, অম্পিনগর, তেলিয়ামুড়া মহকুমা, এবং খোয়াই এলাকার মানুষ জনেরা রেলে যাতায়াত করেন। 

কিন্তু এখানে কোন যাত্রী শেড নেই। রেল যাত্রীদের রেলের জন্য অপেক্ষা করতে হয়। সেই দিক দিয়ে বিচার বিবেচনা করে তিনি সিদ্ধান্ত নেন। 

বিধায়ক উন্নয়ন তহবিলের অর্থে যাত্রী শেড নির্মাণ করা হবে এর জন্য তিনি ৫ লক্ষ টাকা মঞ্জুর করেন। এই যাত্রী শেড নির্মাণের জন্য 

তিনি আর ডি ডিভিশনের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার নিয়ে যাত্রী শেড ঘর নির্মাণের জন্য জায়গা পরিদর্শন করেন।

আরো পড়ুন 


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu