North Eastern Development Finance Corporation stands by the state government in tackling the covid situation.
সবুজ ত্রিপুরা
২৬ জুন
শনিবার
বিশেষ প্রতিনিধি:- নর্থ ইস্টার্ন ডেভেলপমেন্ট ফিনান্স কর্পোরেশন লিমিটেডের এক প্রতিনিধি দল গত শুক্রবার সন্ধ্যায় সচিবালয়ে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের সঙ্গে সাক্ষাতকারে মিলিত হন।
প্রতিনিধি দলের পক্ষ থেকে সংস্থার ডি জি এম অসীম কুমার দাস রাজ্যের অক্সিজেন সরবরাহের পরিকাঠামো উন্নয়নে মুখ্যমন্ত্রী ত্রাণ
তহবিলে ১৫ লক্ষ টাকার একটি চেক মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের হাতে তুলে দেন।
কোভিড পরিস্থিতি মোকাবিলায় রাজ্য সরকারের পাশে থাকার জন্য মুখ্যমন্ত্রী নর্থ ইস্টার্ন ডেভেলপমেন্ট ফিনান্স কর্পোরেশন লিমিটেডকে ধন্যবাদ জানান।
সৌজন্য সাক্ষাতকারে প্রতিনিধি দলে এছাড়াও উপস্থিত ছিলেন রমেন্দ্র নারায়ন রায় চৌধুরী, ব্রাঞ্চ ম্যানেজার আগরতলা এন ই ডি এফ আই।
সুপ্রিয় দাস, ব্রাঞ্চ ম্যানেজার, এন ই ডি এফ আই ধর্মনগর। বিক্রম পাল, ব্রাঞ্চ ম্যানেজার, এন ই ডি এফ আই, উদয়পুর।
0 মন্তব্যসমূহ