Police raid illegal Alcohol in Dharmanagar.
সবুজ ত্রিপুরা
২৬ জুন
শনিবার
ধর্মনগর প্রতিনিধি:- শুক্রবার দুপুরে ধর্মনগরের মহকুমা পুলিশ আধিকারিকের নেতৃত্বে ধর্মনগরের বেশ কিছু অবৈধ মদের ঠেকে
পুলিশি হানা দেওয়া হয়। উদ্ধার করা হয় বহু দেশী ও বিলাতী মদ এবং সাথে আটক করা হয় তিন জনকে।
তবে হানা দেওয়া ধর্মনগর পূর্ব বাজার, রাজবাড়ী সহ একাধিক জায়গায় বহুদিন যাবত এই অবৈধ দেশী ও বিলেতি মদের রমরমা
ব্যবসা করে চলেছে কতিপয় অসাধু ব্যবসায়ীরা।
শুক্রবার রাজবাড়ী ও পূর্ব বাজারের মদের দোকানিরা পুলিশি হানার আঁচ পেয়ে দোকানপাট বন্ধ করে পালিয়ে গেলেও অ্যাসিস্ট্যান্ট
কালেক্টর অভিষেক কুমারের উপস্থিতিতে পুলিশ বাহিনী সবকটি দোকানের তালা ভেঙে তল্লাশি চালালে উদ্ধার করা হয় প্রচুর পরিমাণে দেশী ও বিলেতি মদ।
কিন্তু ঐ মদের ঠেক গুলো চিরতরে বন্ধ করতে প্রশাসন নির্বিকার। মাঝে মধ্যে পুলিশি হানায় কিছু সময়ের জন্য ব্যবসা বন্ধ থাকলেও
আবার যেই সেই। এমনকি পুলিশ পদাধিকারী সংশ্লিষ্ট এলাকা ত্যাগ করতেই পুনরায় দোকান খোলে মদের ব্যবসা শুরু হয়ে যায়।
কেননা পূর্বেও বহুবার পুলিশি হানার পর এই দৃশ্য চাক্ষুষ করেছে জনগন। এমনকি একদা ধর্মনগর পূর্ব বাজারের অবৈধ মদের ব্যবসা
বন্ধ করতে মহকুমা শাসকের আদেশ অনুসারে দোকানগুলোকে সিল করেও দেওয়ার হয়েছিলো।
কিন্তু লক্ষ্য করা গেছে কিছুদিন যেতে না যেতেই আবারো দোকানগুলো খুলে অবৈধভাবে দেশী ও বিলেতি মদের রমরমা ব্যবসা
শুরু হয়েছে। সেই মোতাবেক শুক্রবারের এই পুলিশি হানা ধর্মনগরের অবৈধ মদের ব্যবসা বন্ধ করতে কতটুকু কার্যকরী ভূমিকা গ্রহণ করবে তাই দেখার।
শুক্রবার মদ বিরোধী অভিযানের নেতৃত্বে ছিলেন ধর্মনগরের মহকুমা পুলিশ আধিকারিক আইপিএস কান্তা জাঙ্গীর, সাথে ছিলেন উত্তর
জেলার অ্যাসিস্ট্যান্ট কালেক্টর আই এ এস অভিষেক কুমার, ধর্মনগর থানার ওসি মিলন দত্ত সহ পুলিশ ও টিএসআর বাহিনী।
এই অভিযান সম্পর্কে বলতে গিয়ে মহকুমা পুলিশ আধিকারিক আইপিএস কান্তা জাঙ্গীর জানান অভিযানে তিন জনকে আটক করা
হয়েছে। ধর্মনগরের অবৈধ মদের ঠেকে পুলিশের এধরনের অভিযান প্রতিনিয়ত জারি থাকবে বলেও উনি জানান।
শুক্রবার ধর্মনগরের ওসি মিলন দত্ত ছাড়া বাকি আধিকারিকদের এই মদের ঠেকগুলোতে প্রথম অভিযান ছিল। আগামীতে যখন আবার
সংশ্লিষ্ট এলাকার মদের ঠেকগুলো পুনরায় চালু হলে এসডিপিও মহোদয়া কতটুকু কঠোর পদক্ষেপ নেন এখন সে দিকেই তাকিয়ে আছে শুভ বুদ্ধি সম্পন্নেরা।
0 মন্তব্যসমূহ