ত্রিপুরা রাজ্যে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্তের বিবরন - Sabuj Tripura News

Details of corona attacks in the last 24 hours in the state of Tripura.

সবুজ ত্রিপুরা 
৩০ জুন 
বুধবার

বিশেষ প্রতিনিধি:- ত্রিপুরায় রাজ্যে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৪৭৬ জন। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৩৮০ জন এবং মৃত্যু হয়েছে দুই জনের। 

গতকাল মোট টেস্ট করা হয়েছে ৮,১৪৭ জন লোকের। গতকাল টেস্টের ভিত্তিতে পজিটিভিটি রেইট ছিল ৫.৮৪%। জেলা ভিত্তিক করোনা আক্রান্তের মধ্যে পশ্চিম 

ত্রিপুরা জেলায় বেশী ছিল। এর মধ্যে উত্তর ত্রিপুরা জেলায় করোনা আক্রান্তের হার সোমবারের তুলনায় অনেকটা বেড়েছে। জেলা ভিত্তিক করোনা আক্রান্তের 

মধ্যে, পশ্চিম ত্রিপুরা জেলায়- ১৫৭ জন, উত্তর ত্রিপুরা জেলায়- ৫৮ জন, দক্ষিন ত্রিপুরা জেলায়- ৫১ জন, ঊনকোটি জেলায়-৩০ জন, গোমতী জেলায়- ৪৪ জন, 

খোয়াই তে- ৫৩ জন ধলাই জেলায় - ৫৬ জন, সিপাহীজলা জেলায় - ২৭ জন। এখন পর্যন্ত রাজ্যে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৬৫ হাজার ৩৩৯ জন। 

এখন পর্যন্ত রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে মোট ৬৭৪ জনের, রাজ্যে করোনায় সুস্থ হয়েছেন মোট ৬১ হাজার ৪৫০ জন। বর্তমানে রাজ্যে করোনা আক্রান্ত রোগী রয়েছেন ৩,১৪৯ জন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu