ধর্মনগরে করোনা বিধি ভঙ্গকারিদের জরিমানায় প্রশাসনিক দ্বিচারিতা - Sabuj Tripura News

Administrative duplication in fines for corona rule violators in Dharmanagar.

সবুজ ত্রিপুরা 
৩০ জুন 
বুধবার

ধর্মনগর প্রতিনিধি:- করোনা সংক্রামনে লাগাম টানতে গোটা রাজ্যেই চলছে করোনা কারফিউ। পাশাপাশি করোনা সংক্রামন রুখতে সরকার জারি করেছে 

বেশ কিছু বিধি নিষেধ। এই বিধিনিষেধ অমান্য কারিদের বিরুদ্ধে ডিসিএমদের নিয়ে গঠন করা এনফোর্সমেন্ট টিম হটাৎ হটাৎ বেশ শক্ত হাতেই ধর্মনগর শহরে 

অভিযান চালান। সোমবার ধর্মনগরে করোনা কারফিউর আইন সহ করোনার বিভিন্ন বিধি ভঙ্গকারী জনগণদের বিরুদ্ধে জরিমানা করতে ধর্মনগরে দুজন 

ডিসিএমের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ধর্মনগর পুর এলাকার বাজার সহ বিভিন্ন জায়গায় অভিযানে নামে। মাস্ক বিহীন সহ সামাজিক দূরত্ব ভঙ্গ করা 

এবং যারাই এদিন করোনা কারফিউর আইনভঙ্গ করেছে তাদের সকলকেই আর্থিক জরিমানা করে প্রশাসন। অর্থাৎ বর্তমানে ধর্মনগর পুর এলাকায় দুপুর 

২টার পর করোনা কারফিউ লাগু হলেও দুপুর ২টার পরে বেশ কিছু দোকান পাঠ খোলা ছিল। কিন্তু সোমবার এনফোর্সমেন্ট টিমের এই জরিমানা আদায় নিয়ে 

নিজেদের মর্জি মাফিক জরিমানার অর্থরাশি বসিয়ে আদায় করা হচ্ছে বলে প্রশাসনের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ উঠলো। ধর্মনগরের কিছু সংখ্যক 

ব্যবসায়ীদের অভিযোগ করোনা কারফিউর আইন লঙ্ঘন কারিদের কাছ থেকে জরিমানা আদায়ের ক্ষেত্রে কোন দোকান থেকে ১০০০ টাকা আবার কোন 

দোকান থেকে ২০০ টাকা অর্থাৎ প্রশাসনিক আধিকারিকরা তাদের মর্জি মাফিক আর্থিক জরিমানা করছেন। এক দোকানি সরাসরি অভিযোগ তুলে জানালেন 

এনফোর্সমেন্ট টিম রশিদে ১০০০ টাকার অর্থরাশি বসিয়ে ওনার কাছ থেকে জরিমানা আদায় করেছে। কিন্তু উনার দোকানের থেকে ঢিলছোড়া দূরত্বে থাকা 

একি রকমের অন্য আরেকটি দোকানের ক্ষেত্রে প্রশাসন শুধুমাত্র ২০০ টাকা জরিমানা আদায় করল। প্রশাসনের এহনো ভূমিকায় তীব্র ক্ষোভ প্রকাশ করে ঐ 

দোকানদার সহ এলাকার কিছু ব্যবসায়ীরা। পাশাপাশি ধর্মনগর বাজারে আরো লক্ষ্য করা গেছে মাস্ক বিহীন বহু জনগনদের প্রশাসনিক আধিকারিকরা পার 

পাইয়ে দিলেও কখনো কখনো নিরীহ গরিব অংশের ক্ষুদ্র সবজি দোকানিদের জরিমানা থেকে রেহাই দিচ্ছে না। এমনিতেই করোনার ফলে বাজার মন্দা। তার 

উপর জরিমানা সবজি ব্যবসায়ীর জন্য বিশাল ঘাটতি অথচ সেখানে এনফোর্সমেন্ট টিমের আধিকারিকরা কঠোর। এ বিষয় গুলো নিয়ে প্রশাসনের 

দ্বিচারিতা দেখে সচেতন মহলে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu