Police and BSF in a joint operation recovered drugs, cash, several mobiles and seized goods.
সবুজ ত্রিপুরা
২৮ জুন
সোমবার
ধর্মনগর প্রতিনিধি:- পুলিশ ও বিএসএফের যৌথ অভিযানে বড়সড় সাফল্য। শনিবার ২৬ জুন ছিল বিশ্ব মাদক বিরোধী দিবস। আর এই দিনেই অর্থাৎ
শনিবার গভীর রাতে ধর্মনগর থানার পুলিশ এবং বিএসএফ ১৬৬ নং ব্যাটালিয়নের যৌথ অভিযানে ধর্মনগর পশ্চিম চন্দ্রপুর গ্রামের বাসিন্দা
তাজ উদ্দিন(২৬) পিতা মফস্বর আলির বাড়ি থেকে মাদকদ্রব্য হেরোইন ও নগদ প্রায় ৬৩ হাজার টাকা অর্থ সমেত ১৬ টি মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়।
শনিবার রাতেই মাদক কারবারি তাজ উদ্দিনকে গ্রেপ্তার করে ধর্মনগর থানায় নিয়ে আসা হয়। পুলিশ এনডিপিস ধারায় মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে।
পুলিশ রবিবার তাকে ধর্মনগর জেলা ও দায়রা আদালতে সোপর্দ করে। এই মাদক বিরোধী অভিযান সম্বন্ধে বলতে গিয়ে উত্তর জেলার পুলিশ সুপার ভানুপদ
চক্রবর্তী জানিয়েছেন পুলিশ পূর্বেও তার ভাইয়ের বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য বাজেয়াপ্ত করতে সক্ষম হয়েছিল। একি ভাবে গোপন
খবরের ভিত্তিতে শনিবার রাতেও ধর্মনগর পশ্চিম চন্দ্রপুরের তাজ উদ্দিনের বাড়ি অভিযান চালালে তার বাড়ি থেকে মোট ২৫ গ্রাম হেরোইন ও ভারতীয়
নগদ অর্থ ৬৩ হাজার ৮৬০ টাকা সমেত ১৬টি মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছে। তার বাড়ি থেকে একি সাথে এত গুলো মোবাইল ফোন উদ্ধার হওয়ার
পেছনে কি রহস্য রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। পাশাপাশি পুলিশ সুপার এও জানিয়েছেন এই মাদক কারবারিকে জিজ্ঞাসাবাদ করে তার সাথে জড়িতদের
কেও অতিসত্বর জালে তোলা হবে। ইতি মধ্যে ধর্মনগর থানায় মাদক কারবারি তাজ উদ্দিনের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে
পুলিশ। সূত্রের খবর অনুযায়ী ঐ এলাকায় এমন অবৈধ কারবারের সাথে একাধিক ব্যক্তি জড়িত রয়েছে। খুব শীঘ্রই পুলিশ সেসব জায়গাতেও অভিযান
চালাবে। এদিকে বিএসএফের ১৬৬ নং ব্যাটালিয়নের ডিআইজি রাজিব দুয়া জানিয়েছেন ২৬ জুন ছিল আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস। এই দিন বিএসএফ
ব্যাটালিয়নের উদ্যোগে বিশেষ অভিযান চালিয়ে একাধিক সাফল্য আসে। ধর্মনগর পশ্চিম চন্দ্রপুর এলাকা থেকে হেরোইন উদ্ধার তারই একটি অংশ।
0 মন্তব্যসমূহ