The rate of corona infection in the state is not stopping, the details of corona infection in the state in the last 24 hours.
সবুজ ত্রিপুরা
২৮ জুন
সোমবার
বিশেষ প্রতিনিধি:- ত্রিপুরায় করোনা আক্রান্তের সংখ্যা এখনও বেড়ে চলছে, রাজ্যে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৪৮৫ জন, সুস্থ হয়েছেন ৪৬৬ জন।
রাজ্যে মৃত্যুর সংখ্যা ও থেমে নেই। গতকাল মৃত্যু হয়েছে ৪ জনের। গতকাল মোট টেস্ট করা হয়েছে ৮,০৯৩ জন লোকের। রাজ্যে পজিটিভিটি রেইট ৫.৯৯%।
জেলা ভিত্তিক করোনা আক্রান্তের মধ্যে পশ্চিম ত্রিপুরা জেলায় গতকালও বেশী ছিল। জেলা ভিত্তিক করোনা আক্রান্তের মধ্যে, পশ্চিম জেলায়-১৬১ জন, উত্তর
ত্রিপুরা জেলায় - ৬৫ জন, দক্ষিন ত্রিপুরা জেলায় - ৪৬ জন, ঊনকোটি জেলায় -৪৯ জন, গোমতী জেলায় - ৪৪ জন, খোয়াই জেলায় - ৪৮ জন, ধলাই তে - ৫৮
জন, সিপাহীজলা জেলায় - ১৪ জন। এখন পর্যন্ত রাজ্যে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৬৪ হাজার ৬৪৪ জন। রাজ্যে এখন পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে মোট
৬৬৯ জনের। এখন পর্যন্ত রাজ্যে করোনায় সুস্থ হয়েছেন মোট ৬০ হাজার ৬৩১ জন। বর্তমানে রাজ্যে করোনা আক্রান্ত রোগী রয়েছেন ৩,২৭৮ জন।
0 মন্তব্যসমূহ