তেলিয়ামুড়ায় প্রাক্তন মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক ছাত্র ছাত্রীদের দ্বারা দুঃস্থদের ত্রাণ সামগ্রী বিতরন - Sabuj Tripura News

Distribution of relief materials to the needy by alumni and high school students in Teliamura.

সবুজ ত্রিপুরা 
২৬ জুন 
শনিবার

তেলিয়ামুড়া প্রতিনিধি:- কোভিড-১৯ এর দ্বিতীয় ঢেউ এর সময় কালে তেলিয়ামুড়া মহাকুমা জুড়ে বিভিন্ন সামাজিক সংস্থা, রাজনৈতিক দল গুলি 

প্রতিনিয়তই দুঃস্থদের মধ্যে ত্রাণ সামগ্রী বিলি বন্টন করে চলেছে। এমনই এক ত্রাণ সামগ্রী প্রদান অনুষ্ঠান হয় রবিবার তেলিয়ামুড়া চিত্রাঙ্গদা কলা কেন্দ্রের সামনে। 

তেলিয়ামুড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ১৯৮৪ সালের মাধ্যমিক এবং ১৯৮৬ সালের উচ্চ মাধ্যমিক ব্যাচের প্রাক্তন ছাত্র-ছাত্রীরা কোভিড-১৯ বিধিকে 

মান্যতা দিয়ে ১৬০ জন প্রকৃত দরিদ্র শ্রেণীর মানুষের মধ্যে ত্রাণ সামগ্রী প্রদান করল। ঐসব দরিদ্র শ্রেণীর মানুষদের মধ্যে ছিলেন তেলিয়ামুড়া মহকুমা 

হাসপাতালে সাফাই কর্মী, পৌরসভার সাফাই কর্মী, এবং রিক্সা শ্রমিক। মূলত রবিবার যেসব মানুষজনরা ত্রাণ সামগ্রী পেলেন তারা প্রকৃত দরিদ্র শ্রেণী অংশের 

মানুষজন বলে বিবেচিত। অন্যদিকে ত্রাণসামগ্রী গুলোর মধ্যে ছিল ডাল, আলু, পিয়াজ সহ ১০টি নিত্য প্রয়োজনীয় সামগ্রী, যা প্রতিদিন ব্যবহারের যোগ্য। 

প্রাক্তন ছাত্র-ছাত্রীরা গত ২০২০ সালেও প্রকৃত দরিদ্রদের মধ্যে ত্রাণ সামগ্রী প্রদান করেছিল। 

তাই এবারও তারা কোভিড-১৯ পরিস্থিতির কথা বিবেচনা করে ত্রাণ সামগ্রী প্রদান করল প্রকৃত দুঃস্থদের মধ্যে।

আরো পড়ুন 


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu