মহারাজা বীর বিক্রম ওয়েলফেয়ার সোসাইটি উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরন কর্মসূচি - Sabuj Tripura News

Food distribution program initiated by Maharaja Bir Bikram Welfare Society.

সবুজ ত্রিপুরা 
২৮ জুন 
সোমবার

তেলিয়ামুড়া প্রতিনিধি:- রবিবার প্রত্যন্ত এলাকার খাদ্য সামগ্রী তুলে দেওয়া হলো মহারাজা বীর বিক্রম ওয়েলফেয়ার সোসাইটি উদ্যোগে আঠারো মোরা এডিসি 

ভেলিজের দুইটি এলাকায়। এদিনের খাদ্য সামগ্রী বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বশাসিত জেলা পরিষদের এক্সিকিউটিভ মেম্বার কমল কলই সহ সংস্থার 

সভাপতি শিবানী দেববর্মা, সেক্রেটারি রণবীর সিংহা, সংস্থার একনিষ্ঠ কর্মী শৈলেন কলই ও সহ অন্যান্য কর্মীরা। এইদিন আঠারোমোড়া এডিসি ভেলিজের 

বিলাইকাং এবং কলই বস্তি এলাকার ১০০ জন দুঃস্থ গিরিবাসীদের মধ্যে খাদ্য সামগ্রী এবং মাক্স বিতরন করা হয়। এই ব্যাপারে বলতে গিয়ে কমল কইল 

বলেন, এই সংস্থার উদ্যোগে বিগত সাত বছর ধরে বিভিন্ন প্রত্যন্ত এলাকায় দুঃস্থ গরিব মানুষদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরন করা হচ্ছে। 

আগামী দিনগুলোতেও এই ধরনের সামাজিক কাজকর্ম করে যাবে বলে অভিমত ব্যাক্ত করেন তিনি।

আরো পড়ুন 


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu