বাংলাদেশে গরু পাচারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে গুরুতর আহত আটজন - Sabuj Tripura News

Eight people were seriously injured in a clash between two sides over cattle smuggling in Bangladesh.

সবুজ ত্রিপুরা 
২৮ জুন 
সোমবার

বক্সনগর প্রতিনিধি:- কলমচৌড়া থানাধীন পুটিয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় রক্তক্ষয়ী সংঘর্ষে দুই পক্ষের মোট আটজন আহত হয়। তার মধ্যে দুইজন এর 

অবস্থা আশঙ্কা জনক, তারা বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসাধীন। রবিবার ভোরবেলায় পুটিয়া এলাকার কিছু যুবক সীমান্তের কাঁটা তারের বেড়া কেটে 

গরু পাচার করে বাংলাদেশে। এই গরু পাচারের জন্য রবিবারে ভোরবেলায় সীমান্তের কাছাকাছি আবুল কাসেমের বাড়িতে পুটিয়া এলাকার গরু 

ব্যবসায়ী ফরিদ মিয়া নামে এক ব্যক্তি তার সঙ্গী সাথিদের নিয়ে গরু পাচার করার জন্য জড়ো হয়। 

বাড়ির মালিক আবুল কাসেম তার বাড়ির ওপর দিয়ে গরু পাচার করায় বাধা দিলে আবুল কাসেমের ছেলে সাইফুল ইসলাম সহ অন্যান্য ভাইদের উপর লাঠি ও 

রড দিয়ে হামলা চালায়।অপরদিকে তাদের লাঠির আঘাতে বাদশা মিয়া নামে এক ব্যক্তির মাথায় আঘাত লেগে তার মাথার দুই জায়গায় কেটে যায়।


তার মাথায় মোট ১২ টি সেলাই লাগে।ঘটনাস্থলেই রক্তাক্ত হয়ে পড়ে দুপক্ষের সংঘর্ষকারীরা। পরবর্তী সময়ে ঘটনাটি এলাকার লোকজন দেখতে পেয়ে তাদের 

দুপক্ষের সংঘর্ষকে আটকে দেন। প্রথমে তাদের বক্সনগর সামাজিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। 

কর্তব্যরত চিকিৎসক তাদের প্রাথমিক চিকিৎসা করে গুরুতর অবস্থায় দুজনকে জিবি হাসপাতালে রেফার করেন। 

এই রক্তক্ষয়ী সংঘর্ষে দুপক্ষের মধ্যে মোট ৮ জন আহত হন। জানা গেছে দুই পক্ষের থেকেই মামলা করা হয় কলমচৌড়া থানায়। 

বাড়ির মালিক আবুল কাসেম তার পুত্র সন্তানদের নিয়ে থানায় মামলা করতে গেলে তাদের মোট চার জনকে আটক করে রাখে পুলিশ। পরবর্তীতে তাদের কোর্টে সোপর্দ করা হবে।

আরো পড়ুন 



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu