দুষ্কৃতিকারীর হাতে আক্রান্ত এক আশা কর্মী - Sabuj Tripura News

One asha worker attacked by miscreants.

সবুজ ত্রিপুরা 
২৩ জুন 
বুধবার

বিশালগড় প্রতিনিধি:- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর করোনা মুক্ত দেশগড়ার লক্ষ্যকে দেশজোড়ে চলছে বিনামূল্যে টিকাকরন প্রক্রিয়া। এই টিকাকরন প্রক্রিয়ার মধ্যে আশা কর্মীদের অবদান রয়েছে অসীম। 

কিন্তু আজ দুপুর বারোটা নাগাদ বিশালগড় থানার অন্তর্গত চরিলাম এলাকায় আড়ালিয়া বাড়ি উপস্বাস্থ্য কেন্দ্রের মধ্যে চলছিল শিশুদের পোলিও টিকাকরণ। এই টিকাকরণ কর্মসূচিতে ছিল উপচেপড়া ভিড়। 

সেই ভিড় সামাল দিতে গিয়ে উপস্বাস্থ্য কেন্দ্রের আশাকর্মী লক্ষ্মী সরকার সবাইকে সামাজিক দূরত্ব বজায় রেখে থাকার জন্য এবং মাস্ক সঠিক ভাবে পরার জন্য বলছিলেন। 

এমন সময় এক দুষ্কৃতিকারী আবু কালাম কোন কিছু না বুঝে আশা কর্মীর সাথে কথা কাটাকাটি শুরু করে এবং উনাকে চড় ঘুষি লাথি মারতে থাকেন। 

পরবর্তী সময়ে হাসপাতালে থাকা অন্যান্য কর্মীরা বিশালগড় দমকল কর্মীদের খবর পাঠায়। দমকল কর্মীরা ছুটে গিয়ে আহত আশা কর্মীকে হাসপাতালে নিয়ে আশেন। এই ঘটনায় আড়ালিয়া বাড়ি উপস্বাস্থ্য কেন্দ্র অঞ্চলে চাঞ্চল্য বিরাজ করছে।

আরো পড়ুন 


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu