অজানা রোগে আক্রান্ত হয়ে মৃত্যু তিন জনের - Sabuj Tripura News

Three people died due to unknown diseases.

সবুজ ত্রিপুরা 
২৮ জুন 
সোমবার

তেলিয়ামুড়া প্রতিনিধি:- অজানা রোগে মৃত্যু হল তিন জনের, ঘটনা তেলিয়ামুড়া আর ডি ব্লকের অধীনে তুইকই জয়ধন পাড়া এলাকায়। গত বুধবার ও 

বৃহস্পতিবার দুই দিনে মৃত্যু হয় তিন জনের। অপর এক যুবক কুলাই হাসপাতালে চিকিৎসাধীন। গত বুধবার ত্রিপুরা ১১ নং মহারানী তেলিয়ামুড়া কেন্দ্রের 

তুইকই জয়ধন পাড়ায় শ্যাম রাঙ্খল(১৩), রসলিন রাঙ্খল(১৭) অজানা রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়। জানা যায়, শ্যাম রঙ্খল ও রসলিন রাঙ্খল একই 

পরিবারের সদস্য। পরে বৃহস্পতিবার একই অজানা রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় রাম কুমার রাঙ্খল(১২) নামে এক যুবকের। 

এদিকে এই অজানা রোগে আক্রান্ত হয়ে আমবাসা কুলাই হাসপাতালে চিকিৎসাধীন আশীষকুমার রাঙ্খল(২৫)। অন্যদিকে মৃতের নিকট আত্মীয়া বলছে তাদের করোনা পরীক্ষায় রিপোর্ট নেগেটিভ এসেছে।

তেলিয়ামুড়া মহকুমা স্বাস্থ্য প্রশাসনে এই মৃত্যুর খবর থাকলেও অনেকটা উদাসীনতার মতো। 

এত বড় ঘটনা ঘটে যাওয়ার পর এলাকায় ছয় দিন অতিক্রান্ত হতে চললেও কোনো স্বাস্থ্য শিবির ও করা হয়নি বলে অভিযোগ এলাকাবাসির।

আরো পড়ুন 


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu