মুখ্যমন্ত্রী স্বনির্ভর পরিবার যোজনায় সহায়তা প্রধান, রাজ্যের প্রায় ২ লক্ষ ৩২ হাজার কৃষক পাচ্ছেন কিষান সম্মান নিধি - Sabuj Tripura News

Chief Minister assists in self-help family scheme, about 232,000 farmers in the state get Kisan Samman Nidhi.

সবুজ ত্রিপুরা 
২৮ জুন 
সোমবার

বিশেষ প্রতিনিধি:- গোমতী জেলার উদ্যান পালন ও ভূমি সংরক্ষণ কার্যালয়ের উদ্যোগে তেপানিয়া ব্লকের ছাতারিয়া গ্রাম পঞ্চায়েতের কৃষক বন্ধু কেন্দ্রে 

মুখ্যমন্ত্রী স্বনির্ভর পরিবার যোজনায় সহায়তা দেওয়ার কাজ শুরু হয়েছে। অনুষ্ঠানে কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বলেন, রাজ্যের 

অর্থনৈতিক বিকাশের লক্ষ্যে প্রাথমিক ক্ষেত্রগুলির উন্নয়নে সরকার অগ্রাধিকার দিয়েছে। এই লক্ষ্যে কৃষি, উদ্যান পালন, মৎস্য, প্রাণী পালনের মাধ্যমে রাজ্যের 

মানুষের রোজগার বাড়াবার উদ্যোগ নিয়েছে সরকার। সরকারের লক্ষ্য ২০২২ সালের মধ্যে কৃষকের আয় দ্বিগুণ করার লক্ষ্যে কেন্দ্রীয় পরিকল্পনা সফলভাবে 

বাস্তবায়ন করা। অনুষ্ঠানে কৃষিমন্ত্রী আরও বলেন, রাজ্যে কৃষির বিকাশ ও কৃষকের কল্যাণে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। এই লক্ষ্যে কেন্দ্রীয় 

সরকারের গৃহীত প্রকল্পগুলি রাজ্যে সফলভাবে বাস্তবায়ন করা হচ্ছে। তিনি বলেন, রাজ্যের প্রায় ২ লক্ষ ৩২ হাজার কৃষককে এখন পর্যন্ত পিএম কিষাণ 

প্রকল্পে সহায়তা করা হয়েছে। এ সমস্ত কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি তিন কিস্তিতে ৬ হাজার টাকা দেওয়া হচ্ছে। রাজ্যের প্রায় সাত লক্ষ পরিবারকে 

মুখ্যমন্ত্রী কোভিড স্পেশাল রিলিফ প্রকল্পে সহায়তা দেওয়া হয়েছে। কৃষিমন্ত্রী বলেন, মুখ্যমন্ত্রী স্বনির্ভর পরিবার যোজনার আওতায় রাজ্যের প্রায় দুই লক্ষ 

পরিবারকে কৃষি ও উদ্যান পালনে সহায়তা দেওয়া হবে। সুবিধাভোগী পরিবারদের তিনটি ফলের ১৫টি করে চারা ও ৬০ গ্রাম করে তিন রকমের 

সবজির বীজ দেওয়া হবে। জেলার ৩২ হাজার ২৫৫টি পরিবার এই সহায়তা পাবে। জেলার ১৭৩টি গ্রাম পঞ্চায়েত ও ভিলেজ কমিটির নির্বাচিত সুবিধাভোগী 

পরিবাররা এই সুবিধা পাবে। গোমতী জেলায় প্রথম পর্যায়ে ৬০টি গ্রাম পঞ্চায়েত ও ভিলেজ কমিটিতে নির্বাচিত সুবিধাভোগী পরিবারদের এই প্রকল্পের আওতায় 

আনা হয়েছে। জেলার রাজারবাগ গ্রাম সেবক কেন্দ্র ও জামজুরি পঞ্চায়েত অফিস প্রাঙ্গণেও শনিবার অনুরূপ অনুষ্ঠানের আয়াজন করা হয়। প্রতিটি অনুষ্ঠানেই 

কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী সহ স্থানীয় জন প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। আজ উদয়পুর মহকুমার ২,৯৬৯টি পরিবারকে মুখ্যমন্ত্রী স্বনির্ভর পরিবার যোজনায় 

সবজির বীজ ও ফলের চারা দেওয়া হয়।এরমধ্যে উদয়পুর পুর পরিষদ এলাকার ৩০০টি পরিবার, পশ্চিম ধৃজনগর গ্রাম পঞ্চায়েতের ৫৩৫টি পরিবার, ছাতারিয়া 

গ্রাম পঞ্চায়েতের ৬৩৪টি পরিবার, পশ্চিম খিলপাড়া পঞ্চায়েতের ৪০০টি পরিবার ও জামজুরি পঞ্চায়েতের ৮০০টি পরিবার এই সহায়তা পেয়েছেন। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা উদ্যান পালন ও ভূমি সংরক্ষণ কার্যালয়ের উপ-অধিকর্তা দীপঙ্কর দেব।

আরো পড়ুন 


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu