1,284 families in Kailashahar have benefited from the Chief Minister's Self-Reliance Family Scheme.
সবুজ ত্রিপুরা
২৫ জুন
শুক্রবার
বিশেষ প্রতিনিধি:- প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের উদ্যোগে কৈলাসহর মহকুমায় চলতি অর্থবছরে মুখ্যমন্ত্রী স্বনির্ভর পরিবার যোজনায় ১,২৮৪ টি পরিবারকে অর্থনৈতিক ভাবে স্বনির্ভর করার উদ্যোগ নেওয়া হয়েছে।
এই যোজনায় মহকুমার গৌরনগর এবং চন্ডীপুর ব্লকের ৬৪২টি করে পরিবার উপকৃত হবেন। এই কর্মসূচিতে প্রত্যেক সুবিধাভোগী পরিবারকে ১০টি করে উন্নত প্রজাতির মুরগীর ছানা প্রদান করা হবে।
এর জন্য প্রতি সুবিধাভোগী পিছু ব্যয় হবে ১,৩০০ টাকা। এরজন্য মোট ব্যয় হবে ১৬ লক্ষ ৬৯ হাজার ২০০ টাকা।
প্রাণীসম্পদ বিকাশ দপ্তরের ঊনকোটি জেলার উপঅধিকর্তা ডাক্তার সমীরণ সিনহা এই সংবাদ জানান।
আরো পড়ুন
0 মন্তব্যসমূহ