Cannabis seized at election naka point of Teliamura-Khowai road ahead of Lok Sabha polls
সবুজ ত্রিপুরা (তেলিয়ামুড়া প্রথিনিধি) : লোকসভা ভোটের আগে তেলিয়ামুড়া-খোয়াই সড়কের লালটিলা নির্বাচনী নাকা পয়েন্টে রবিবার দুপুরে একটি যাত্রীবাহী অটো থেকে প্রায় ছয় কেজি শুকনো গাঁজা বাজেয়াপ্ত করে পুলিশ।
তেলিয়ামুড়া থানার ওসি রাজীব দেবনাথ জানান, তেলিয়ামুড়ার দিক থেকে আসা অটোটি খোয়াই যাচ্ছিল। সন্দেহজনক মনে হওয়ায় তল্লাশি চালানো হয়। তখন যাত্রীবাহী অটো থেকে দুই প্যাকেটে মোট ছয় কেজি শুকনো গাঁজা পাওয়া যায়।
অটোতে থাকা দুই যাত্রী ও চালককে আটক করা হয়েছে। পরবর্তীতে অটো গাড়িটি সহ আটককৃতদের পুলিশ নিয়ে আসে তেলিয়ামুড়া থানায়
প্রাথমিক তদন্তে জানা গেছে, আটককৃত তিনজনের মধ্যে দুজনের বাড়ি যাত্রাপুর থানার অন্তর্গত নির্ভয়পুর এলাকায়। আর অটো গাড়ির চালকের বাড়ি কল্যাণপুর থানা এলাকার কমলনগর এলাকায়। পুলিশ জানিয়েছে, বাজেয়াপ্তকৃত গাঁজার কালোবাজারি মূল্য প্রায় সত্তর থেকে আশি হাজার টাকা।
0 মন্তব্যসমূহ