সবুজ ত্রিপুরা (০১-০৪-২০২৪): দেশের কর ব্যবস্থার সরলীকরণ
করবার জন্য অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (Nirmala
Sitaraman) অন্তর্বর্তীকালীন
বাজেটে আয়করের বেশ কিছু ক্ষেত্রে নতুন নিয়মের কথা ঘোষণা করেছিলেন।
এবারের নতুন কর ব্যবস্থায় থাকছে ডিফল্ট আয়কর কাঠামো। যদি কুনো আয়কর দাতা এই নতুন প্রক্রিয়ায় আসতে না চান সেক্ষেত্রে তিনি পুরনো কর কাঠামোতেই থাকতে পারেন। তাছাড়া এই নূতন কর ব্যবস্থায় থাকছে লিভ এনক্যাশমেন্ট, সারচার্জের মতো একাধিক বিষয়।
এখন দেখে নেওয়া যাক কি কি থাকছে
নূতন কর ব্যবস্থায় যা আগের কর ব্যবস্থায় ছিল না।
বিষয় |
নতুন ব্যবস্থা |
পুরাতন ব্যবস্থা |
ডিফল্ট
আয়কর কাঠামো |
হ্যাঁ |
না |
কর ছাড়ের
ঊর্ধ্বসীমা |
৭ লক্ষ টাকা |
৫ লক্ষ টাকা |
স্ট্যান্ডার্ড
ডিডাকশন |
হ্যাঁ |
হ্যাঁ |
প্রাথমিক
করছাড়ের সীমা |
৩ লক্ষ টাকা |
২.৫ লক্ষ টাকা |
সারচার্জ
(৫ কোটি টাকার বেশি আয়ের জন্য) |
২৫% |
৩৭% |
ভ্রমণের
টিকিট এবং ভাড়ার রসিদের ধারাবাহিক হিসেব |
প্রয়োজন নেই |
প্রয়োজন |
ম্যাচিওরিটির
পরে বিমা পলিসি থেকে প্রাপ্ত অর্থের উপর কর |
প্রযোজ্য |
অপ্রযোজ্য |
লিভ এনক্যাশমেন্টের
করছাড়ের সীমা (সরকারি কর্মচারী নন) |
২৫ লক্ষ টাকা |
১০ লক্ষ টাকা |
আয়ের উপর কর
বার্ষিক আয় |
নতুন ব্যবস্থা |
পুরাতন ব্যবস্থা |
৩ লক্ষ
টাকা পর্যন্ত |
কোনও কর
নেই |
কোনও কর
নেই |
৩ লক্ষ
১ টাকা থেকে ৬ লাখ |
৫% |
৫% |
৬ লক্ষ
১ টাকা থেকে ৯ লাখ |
১০% |
২০% |
৯ লক্ষ
১ টাকা থেকে ১২ লাখ |
১৫% |
৩০% |
১২ লক্ষ
১ টাকা থেকে ১৫ লাখ |
২০% |
৩৫% |
১৫ লাখের
ঊর্ধ্বে |
৩০% |
৩৫% |
উল্লেখ্য:
- নতুন আয়কর ব্যবস্থাটি পুরোপুরি
বিকল্প। যারা চাইবেন তারা পুরাতন ব্যবস্থায়ই থাকতে পারবেন।
- নতুন ব্যবস্থায় করদাতাদের আরও
বেশি সুযোগ-সুবিধা দেওয়া হয়েছে।
- নতুন ব্যবস্থাটি কর ব্যবস্থাকে
আরও সরল করবে বলে আশা করা হচ্ছে।
আরো পড়ুন :- আপনি কি আয়কর( Income Tax) দাতা ? তাহলে জেনেনিন আয়কর বিভাগ আই টি আর (ITR) অসঙ্গতির জন্য কেন নোটিশ জারি করতে চলেছে।
আরো পড়ুন :- আপনি কি বেতনভুক্ত কর্মী ? তাহলে আপনি নতুন না পুরানো ট্যাক্স রেজিম - কোনটি বেছে নেবেন ?
0 মন্তব্যসমূহ