আপনি কি আয়কর( Income Tax) দাতা ? তাহলে জেনেনিন আয়কর বিভাগ আই টি আর (ITR) অসঙ্গতির জন্য কেন নোটিশ জারি করতে চলেছে।


Income Tax Department Set to Send Notices for ITR Discrepancies !

সাবুজ ত্রিপুরা ঃ আয়কর ডিপার্টমেন্ট এর পক্ষ থেকে এক টুইট বার্তায় জানানো হয়েছে  ডিপার্টমেন্ট একটি ইলেক্ট্রনিক অভিযান শুরু করেছে। টুইট বার্তায় বলাহয়েছে যারা এই অর্থ বছরে অর্থাৎ ২০২৩-২০২৪ এ  গুরুত্বপূর্ণ লেনদেন করেছেন বা যাদের লেনদেন ও কর জমা দেওয়ার মধ্যে অসমতা আছে  ডিপার্টমেন্ট  এর পক্ষ থেকে সেই সব করদাতাদের কে ইমেইল এবং এসএমএসের মাধ্যমে অবগত করা হচ্ছে তারা যেন আগামি ১৫ মার্চ ২০২৪ এর মধ্যে তাদের বকেয়া অ্যাডভান্স ট্যাক্স প্রদান করেন। আয়কর বিভাগ (Income Tax Department) জানিয়েছে এই অভিযান এর মূল উদ্দেশ্য হল সেইসব করদাতাদেরকে উৎসাহিত করা যাতে তারা তাদের সঠিক ট্যাক্স হিসাব করে প্রদান করেন।



আয়কর বিভাগ জানিয়েছে তাদের কাছে কিছু তথ্য এসেছে যা বিশ্লেষণ করে দেখাগেছে যে কিছু ব্যাক্তি এবং কিছু প্রতিষ্ঠান FY 2023-24 (A.Y. 2024-25) এ যে কর জমা করেছেন তা তাদের অর্থনৈতিক লেনদেন এর সাথে সামঞ্জস্যপূর্ণ নয়।


আয়কর বিভাগ করদাতাদের অসামঞ্জস্যপূর্ণ লেন দেন এর তথ্য বিভিন্ন উৎস থেকে সংগ্রহ করাহয়েছে বলে জানিয়েছে এবং তা করা হয়েছে কর প্রদানের স্বচ্ছতা বৃদ্ধি এবং স্বেচ্ছায় কর প্রদানে উৎসাহিত করার জন্য।

A

আয়কর বিভাগ এর পক্ষথেকে বলা হয়ছে সেই সব ব্যক্তি বা প্রতিষ্ঠান তারা তাদের সেই সব লেন দেন এর তথ্য Annual Information Statement (AIS) থেকে দেখতে পারবেন।


অ্যাডবান্স ট্যাক্স কি?   (What is advance tax?)   

কারাই বা এই অ্যাডবান্স ট্যাক্স প্রদান করবেন? (Who needs to pay advance tax? )

দেখে নেওয়া যাক অ্যাডবান্স ট্যাক্স এর ৫ টি  কিছু গুরুত্বপূর্ণ  তথ্য

অ্যাডবান্স ট্যাক্স কি?

অগ্রিম কর বলতে আয়করের অগ্রিম পরিশোধকে বোঝায়, যা বছরের শেষে একসাথে বড় অর্থ প্রদানের পরিবর্তে কিস্তিতে সারা বছর পরিশোধ সুবিধা কে বুঝায়।

কারা এই অ্যাডবান্স ট্যাক্স এ আওতায় আসবেন

বেতনভোগী ব্যক্তি, ফ্রিল্যান্সার এবং বার্ষিক ১০,০০০/- টাকার বেশি কর প্রদান কারি ব্যবসায়িদের অগ্রিম কর দিতে হবে।

প্রবীণ নাগরিকদের জন্য ছাড়

 

প্রবীণ নাগরিক যাদের বয়স 60 বছর বা তার বেশি এবং যারা ব্যবসায় নিয়োজিত নন তারা অগ্রিম কর থেকে অব্যাহতি পাবেন । ব্যবসায়ি দের জন্য এই নিয়াম প্রযোজ্য নয়। 

ট্যাক্স পেমেন্ট সময়

 

আয়কর বিভাগ দ্বারা প্রদত্ত নির্দিষ্ট তারিখ অনুসরণ করে কিস্তিতে অগ্রিম ট্যাক্স পেমেন্ট  করা হয়।

অনুমান মূলক ট্যাক্সেশন স্কিম

অনুমানমূলক কর ব্যবস্থার (ধারা 44AD) অধীনে করদাতাদের পুরো অগ্রিম করের পরিমাণ পরিশোধ করতে হবে।

Details in the Press Release at:

https://www.pib.gov.in/PressReleaseIframePage.aspx?PRID=2013141

আরো পড়ুন :- আপনি কি বেতনভুক্ত কর্মী ? তাহলে আপনি নতুন না পুরানো ট্যাক্স রেজিম - কোনটি বেছে নেবেন ?


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu