রাজ পরিবারের গৃহবধূ কৃতি সিং দেববর্মণ পূর্ব ত্রিপুরা আসনে ভারতীয় জনতা পার্টির প্রার্থী।

Who is Kriti Singh Devabarman ?

Royal housewife Kriti Singh Devabarman is the Bharatiya Janata Party candidate for the East Tripura constituency.





আজ সন্ধ্যায় লোকসভা নির্বাচনের জন্য ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ৭২ জন প্রার্থীর দ্বিতীয় তালিকা প্রকাশ করে।


পূর্ব ত্রিপুরা সংরক্ষিত লোকসভা আসনের জন্য ভারতীয় জনতা পার্টি মহারানী কৃতি সিং দেববর্মণ কে বিজেপির প্রার্থী হিসাবে নাম ঘোষণা করে।


মহারানী
কৃতি সিং দেববর্মণ হলেন ত্রিপুরা রাজবংশের প্রধান প্রদ্যোত কিশোর দেববর্মণ এর বড় বোন।ইতিমধ্যে প্রদ্যোত কিশোর বড় বোন কৃতি সিং দেববর্মণ কে নিয়ে 

লোকসভা নির্বাচনের জন্য প্রচার শুরু করে দিয়েছিলেন আগে, প্রদ্যোত জানিয়েছিলেন যে, তিনি লোকসভার সদস্য হিসেবে তার 'নিজের মানুষ'কে দিল্লি পাঠাতের ইচ্ছুক। গত 

সোমবার ভোলাগিরিস্মিত মাণিক্য এনক্লেভে জনজাতি সমাজপতি দের  বৈঠকে দুই বোন প্রজ্ঞা ও কৃতি সিং উপস্থিত ছিলেন এবং প্রদ্যোত কিশোর দেববর্মণ বড় বোনকে উপস্থিত 

সকলের সাথে পরিচয় করিয়ে দেন।বৈঠকে পূর্ব ত্রিপুরা সংরক্ষিত লোকসভা আসনের প্রার্থী কৃতি সিং দেববর্মণ ও বক্তব্য রাখেন।

ত্রিপুরা থেকে প্রকাশিত প্রভাতি দৈনিক পত্রিকা থেকে জানা যায় মহারানী কৃতি সিং দেববর্মণ হলেন ছত্তিশগড় কাওয়ার্ধনা রাজ পরিবারের গৃহবধূ স্বামী যোগেশ্বর রাজ সিং। 

২০০৩ সালে যোগেশ্বর রাজ সিং এর সাথে বিবাহ হয় কৃতি সিংর। যোগেশ্বর রাজ সিং অভিব্যক্ত মধ্যপ্রদেশ ও পরবর্তীতে ছত্তিশগড় বিধানসভার কংগ্রেসের বিধায়াক ছিলেন।কিন্তু ২০১৩ সালে কংগ্রেসের সদস্যপদ থেকে তিনি পদত্যাগ করেন।


আরও পড়ুন: আপনি কি বেতনভুক্ত কর্মী ? তাহলে আপনি নতুন না পুরানো ট্যাক্স রেজিম - কোনটি বেছে নেবেন ?




এখন দেখার বিষয় রাজ পরিবারের গৃহবধূ সংরক্ষিত পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে জনগণের মন কতটুকু জয় করতে পারেন।

প্রদ্যোত কিশোর দেববর্মণ  ত্রিপুরামথা পার্টি এবং ভারতীয় জনতা পার্টি (বিজেপি) এর যৌথ প্রার্থী হিসেবে পূর্ব ত্রিপুরা সাংসদীয় আসনে মহারানী কৃতি সিং দেববর্মাকে ঘোষণা করার জন্য সোশ্যাল মিডিয়া পোস্টে শুভেচ্ছা জানান।




একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu