কুমারঘাট সামাজিক স্বাস্থ্য কেন্দ্রের উদ্যোগে অনুষ্ঠিত হল আশা ভরসা দিবস - Sabuj Tripura News

Asha Varsa Divas was organized by Kumarghat Social Health Center.

সবুজ ত্রিপুরা 
৩০ জুন 
বুধবার

বিশেষ প্রতিনিধি:- কুমারঘাট পঞ্চায়েত সমিতি হলে কুমারঘাট সামাজিক স্বাস্থ্য কেন্দ্রের উদ্যোগে গত সোমবার অনুষ্ঠিত হয় আশা ভরসা দিবস। এই অনুষ্ঠানে 

৮৮ জন আশাকর্মী, একজন এমপিএস, পাঁচ জন আশা ফেসিলিটেটর এবং দুইজন কমিউনিটি হেলথ অফিসার ছিলেন। উক্ত অনুষ্ঠানে কুমারঘাট সামাজিক স্বাস্থ্য 

কেন্দ্রের ভারপ্রাপ্ত চিকিৎসক ডাক্তার হরেন্দ্র রিয়াং ম্যালেরিয়া সম্পর্কে বিশদভাবে আলোচনা করেন। এবং সমস্ত আশাকর্মীদের বাড়ি বাড়ি পরিদর্শনের 

সময় সকলকে মশারির ব্যবহার করা, বাড়িঘরের চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য বলা হয়। এছাড়াও আশাকর্মীদের হিমোগ্লোবিন টেস্ট করা, 

ম্যালেরিয়ার ব্লাড স্লাইড সংগ্রহ করার জন্য বলা হয়। উক্ত অনুষ্ঠানে জননী শিশু সুরক্ষা কার্যক্রম, জননী সুরক্ষা যোজনা, ডায়ারিয়া ও কুষ্ঠরোগ সনাক্তকরণ ও 

প্রতিরোধের উপায় ইত্যাদি বিষয়েও আলোচনা করা হয়।

আরো পড়ুন 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu