The destruction of the farmer's crop land at the hands of miscreants.
সবুজ ত্রিপুরা
৩০ জুন
বুধবার
বিশালগড় প্রতিনিধি:- কাঞ্চনমালা গ্রাম পঞ্চায়েতের ২নং ওয়ার্ড এর কৃষক নারদ সরকার কৃষির উপর নির্ভরশীল।উনি কৃষি কাজ করেই চলেন সারা বছর।
অনেক টাকা খরচ করে উনার বাড়ির পাশেই করেছিলেন সবজীর ফসল। কিন্তু সোমবার রাতে দুষ্কৃতীরা জমির সব ফসলের গাছ কেটে ধ্বংস করে দেয়।
ফসল গুলিতে সবেমাত্র ফলন ধরা শুরু হয়েছে। কিন্তু তার মধ্যেই দুষ্কৃতীরা এত বড় ক্ষতি করে দিলো গরিব কৃষকের। এই ঘটনায় কৃষক নারদ সরকারের ২৫
থেকে ৩০ হাজার টাকা ক্ষতি হয়েছে। তবে এই ঘটনায় নারদ সরকারের গোটা পরিবারটি দিশেহারা হয়ে গেছেন। এলাকার লোকজন ঐ গরিব কৃষকের জন্য দুঃখ
প্রকাশ করছেন। কৃষক নারদ সরকারের পরিবারের দাবি ঘটনার সাথে যারা জড়িত প্রশাসন যেন তাদেরকে চিহ্নিত করে কঠোর শাস্তির ব্যবস্থা করেন।
আরো পড়ুন
0 মন্তব্যসমূহ