Three people were injured in a head on collision between a bike and a bicycle.
সবুজ ত্রিপুরা
৩০ জুন
বুধবার
বিশালগড় প্রতিনিধি:- বাইক ও বাই সাইকেলের মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম তিন যুবক। মধুপুর থানার অন্তর্গত বনকুমারি এলাকায় মঙ্গলবার রাত আটটা
নাগাদ মধুপুর থানার এলাকায় বাইক ও বাই সাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত হন তিনজন। প্রত্যক্ষদর্শীরা বিকট শব্দ শুনে ঘটনাস্থলে ছুটে আসেন, আহতদের
অবস্থা আশঙ্কাজনক হওয়ায় খবর দেওয়া হয় বিশালগড় দমকল কর্মীদের আহতদের উদ্ধার করে বিশালগড় দমকল কর্মীরা বিশালগড় মহকুমা হাসপাতালে
রক্তাক্ত অবস্থায় নিয়ে আসেন। সংঘর্ষে গুরুতর জখম তিন যুবক হলেন, বাইক চালক প্রানতোষ লস্কর, বাইক আরোহী দীপক সরকার এবং বাই সাইকেল চালক
তুষার ভান্ডারী, তাদের উভয়ের বাড়ি মধুপুর থানা এলাকায়।
আরো পড়ুন
0 মন্তব্যসমূহ