A large quantity of illegal timber including a Maruti car was recovered in a sting operation.
সবুজ ত্রিপুরা
২৯ জুন
মঙ্গলবার
তেলিয়ামুড়া প্রতিনিধি:- গোপন সংবাদের ভিত্তিতে তেলিয়ামুড়া রেঞ্জ অফিসার সুপ্রিয় দেবনাথের নেতৃত্বে বনকর্মীরা মঙ্গলবার সাত সকালে অভিযান চালিয়ে
একটি মারুতি গাড়ি সহ প্রচুর পরিমাণ অবৈধ কাঠ উদ্ধার করল। ঘটনা তেলিয়ামুড়া থানাধীন নয়নপুর বাজার সংলগ্ন এলাকায়।জানা যায় টিআর০১ডি
-০৫৯২ নম্বরের একটি মারুতি গাড়ি করে জুম বাড়ি এলাকা থেকে অবৈধ কাঠ পাচার হচ্ছে। এই খবরের ভিক্তিতে তেলিয়ামুড়া ফরেস্ট রেঞ্জ অফিসার সুপ্রিয়
দেবনাথ সহ বনদপ্তরের কর্মীদের নিয়ে নয়নপুর ব্রিজ সংলগ্ন এলাকায় উৎপেতে বসে থাকেন। অন্যদিকে তেলিয়ামুড়া রেঞ্জ অফিসার সুপ্রিয়া দেবনাথ অবৈধ কাঠ
বোঝাই মারুতি গাড়িটি প্রত্যক্ষ করে গাড়িটিকে ধাওয়া করেন। পরে অবৈধ কাঠ বোঝাই মারুতি গাড়িটি নয়নপুর বাজার সংলগ্ন এলাকায় আসতেই অন্য
দিক থেকে বনদপ্তরের কর্মীরা আরেকটি গাড়ি করে সামনে আসতেই অবৈধ কাঠ বুঝাই মারুতি গাড়িতে থাকা চালক ও সহ চালক গাড়িটি ফেলে পালিয়ে যেতে
সক্ষম হয়। পরে তেলিয়ামুড়া বনদপ্তর এর কর্মীরা মারুতি গাড়ির সহ অবৈধ কাঠ বাজেয়াপ্ত করে তেলিয়ামুড়া স্থিত গামাই বাড়ি রেঞ্জ অফিসে নিয়ে আসে।
পরে এ ব্যাপারে তেলিয়ামুড়া রেঞ্জ অফিসার সুপ্রিয় দেবনাথ জানান, অবৈধ কাঠের বাজার মূল্য প্রায় আনুমানিক ৩৫ হাজার টাকা। এদিকে বনদপ্তরের
একটি পরিসংখ্যান থেকে জানা যায়, গত তিন মাসে খোয়াই জেলার মধ্যে বনকর্মীরা অবৈধ কাঠ সহ দশটি গাড়ি আটক করেন।
0 মন্তব্যসমূহ